২৭ জুন প্রকাশিত চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর একটি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , এ বছরের প্রথম ৫ মাসে চীনের বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতে অর্জিত মুনাফা গত বচরের অনুরূপ সময়ের তুলনায় ৪২ শতাংশ বেড়ে ৯০২.৬ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
চীনে যে সব শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক মুনাফা ৫০ লাখ ইউয়ানেরও বেশি , সে সব শিল্প প্রতিষ্ঠানকে বড় শিল্প প্রতিষ্ঠান বলা হয় ।
চীনে রাসায়নিক তন্তু , লৌহ ও ইস্পাত এবং বাড়িঘর নির্মাণ সামগ্রী শিল্প সবচেয়ে দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । এ ছাড়াও তেলের প্রক্রিয়াকরণ ও পোড়া পাথুরিয়া কয়লা শিল্পের ক্ষেত্রে গত বছরের অনুরূপ সময়ের তুলনায় লোকসানের পরিবর্তে কিছুটা মুনাফা অর্জিত হয়েছে । তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পের ক্ষেত্রে অর্জিত মুনাফা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৮ শতাংশ হ্রাস পেয়েছে ।
|