চীনের অর্থ মন্ত্রী চিন রেন ছিং ২৭ জুন পেইচিংয়ে বলেছেন , এ বছরের শরত্কালে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সময় চীনে দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অর্থ সাহায্য বিষয়ক ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা হবে । ভবিষ্যতে প্রতি বছর দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অর্থ সাহায্যের ক্ষেত্রে ৫০ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করা হবে ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির অধিবেশনে দেশের আর্থিক আয় ও ব্যয় সম্পর্কে বর্ণনা করার সময় চিন রেন ছিং এ কথা বলেছেন । তিনি বলেছেন , এ সব অর্থ বরাদ্দের ফলে প্রায় ২ কোটি ছাত্রছাত্রী উপকৃত হবে । তাদের মধ্যে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ও কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ।
চিন রেন ছিং বলেছেন , গত বছর চীনে আর্থিক আয় ৩.৯ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । এ বছরের প্রথম ৫ মাসে চীনের আর্থিক আয় ২ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি ছিল ।
|