v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-27 18:52:36    
হংকংয়ের  আন্তর্জাতিক মর্যাদা উন্নত করা এবং  হংকংয়ের স্থায়ী  স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করা-- হংকংয়ের প্রত্যাবর্তনের দশ বছর সম্পর্কে--- ল্যু সিনহুয়া

cri
    এ বছরের ১লা জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের দশম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হবে । এর পাশাপাশি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলস্থ চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিশেষদূত কার্যালয়ওতার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে । হংকংয়ের প্রত্যাবর্তনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সি আর আইয়ের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রণায়ের বিশেষদূত ল্যু সিনহুয়ার এক সাক্ষাত্কার নিয়েছেন ।

    " গণ প্রজাতন্ত্রী চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন" অনুযায়ী হংকংস্থ চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিশেষ দূত কার্যালয়ের প্রধান দায়িত্ব হল বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারকে সহযোগিতা করে কুটনৈতিক সমস্যা পরিচালনা করা । গত ১০ বছরে পররাষ্ট্রক্ষেত্রে বিশেষ দূত কার্যালয় যে সাফল্য অর্জন করেছে বিশেষদূত ল্যু তার ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেছেন , এই ১০ বছরে বিশেষদূত কার্যালয়ভালভাবে " এক দেশে দুই ব্যবস্থা, হংকংবাসীদের দ্বারা হংকং শাসন করা এবং উচ্চ স্বশাসন" নীতি পালন করে বিরাট সাফল্য অর্জন করেছে ।

    তিনি বলেন , এই ১০ বছরে আমাদের সহযোগিতায়বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকার ৮০০বার আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে, ৬০টিও বেশী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে ।

    বিদেশের সঙ্গে হংকংয়ের যোগাযোগ এবং কন্সুলার সম্পর্ক পরিচালনা করা বিশেষদূত কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ । মিঃ ল্যু সিনহুয়া বলেন , বিদেশের সঙ্গে হংকংয়ের যোগাযোগ অনেক বেশী । তিনি বলেন , যেমন সোলোমন থেকে প্রবাসীদের সরিয়ে নেয়ার সময় আমরা সর্বপ্রথমেহংকংবাসীদের কথা বিবেচনা করেছি । যেমন ২০০৪ সালের ভারত মহাসাগরের জলোচ্ছাসের সময় আমরা আহত হংকংবাসীদের সন্ধানের চেষ্টা করেছি এবং সময়োচিতভাবে সংবাদমাধ্যমের সঙ্গে তথ্য বিনিময় করেছি । এ ক্ষেত্রে আমরা বেশী কাজ করেছি । পরবর্তীকালে আমরা অব্যাহতভাবে ভালভাবে কাজ করে তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করব ।

    ল্যু সিনহুয়া হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের সঙ্গে বিশেষ দূত কার্যালয়ের সহযোগিতার উচ্চ প্রশংসা করেছেন । তিনি বলেছেন , " এক দেশে দুই ব্যবস্থা" একটি নতুন প্রজন্মের কাজ । রাষ্ট্র গোটা দেশের কুটনৈতিক সম্পর্ক পরিচালনা করে । অনেক কাজ বিশেষ প্রশাসনিক আহ্চলিক সরকার করতে পারে । কিকি বিষয় রাষ্ট্রের পরিচালনাধীনে এবং কি কি বিষয় বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের পরিচালনাধীনে ? এ সম্পর্কে ভিন্ন মত দেখা দেয় । এ ধরণের সমস্যা দেখা দিলে ব্যাপারটা রাষ্ট্রের স্বার্থের সঙ্গে জড়িত বলে মনে করা হলে বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকার সর্বপ্রথমেরাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেয় । যদি আমরা বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের পক্ষেবিবেচনা করি এবং যদি আমরা বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের কর্মকর্তা হই , কিভাবে সমস্যাটির সমাধান করে ভাল কথাটা বিবেচনা করি তাহলে দুপক্ষের যোগাযোগ সহজ হবে এবং সমস্যার সমাধানও সহজ হবে ।

    তিনি বলেছেন , এখন হংকং ১৩৪টি দেশের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর করে বিনা ভিসার অধিকার উপভোগ করে । অধিক থেকে অধিকতর দেশ হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের পাসপোর্ট বিশ্বাস করে । তিনি বলেছেন , তহবিলের কেন্দ্রহিসেবে হংকং বিশ্বের বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে । বিশেষদূত কার্যালয়ের কাজের মাধ্যমে এবং রাষ্ট্রের সাহায্যের মাধ্যমে অব্যাহতভাবে হংকংয়ের তহবিল , বাণিজ্য , বিনিময় ও পর্যটন কেন্দ্রের অবস্থান বজায় রাখা আমাদের বিশেষ দূত কার্যালয়ের লক্ষ্য ।