উগান্ডার কৃষি, পশুপালন এবং মত্স্য শিল্পপ্রতিষ্ঠানের মন্ত্রী হাল্লারি ওনিক ২৬ জুন রাজধানি কামপালায় বলেছেন , উগান্ডা চীনের সঙ্গে কৃষি প্রযুক্তিত সহযোগিতা করার ব্যাপারে আশা প্রকাশ করেছে।
তিনি বলেছেন, দীর্ঘদিনে উগান্ডার চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন হয়েছে। তিনি এর প্রশংসা করেছেন। উগান্ডা চীনের অনেক সাহায্য নিয়েছে । এখন উগান্ডার উচিত চীনের সফল অভিজ্ঞতা ও অত্যাধুনিক প্রযুক্তি ভাগাভাগি করা। তিনি আশা করেন, বেশি বেশি সংশ্লিষ্ট চীনা বিশেষজ্ঞ উগান্ডা এসে দেশের এ কৃষি প্রযুক্তির উন্নয়ন করবেন।
|