২৬ জুন চীনের রাষ্ট্রীয় বন ব্যুরো থেকে জানা গেছে , রাষ্ট্রীয় বন ব্যুরোর পরিচালনায় চীনের উত্তর-পশ্চিম , উত্তর ও উত্তর-পূর্ব এ তিন অঞ্চলের বনায়ন--তুন হুয়াং ও মিন ছিনের বালি প্রতিরোধ ও প্রতিকার প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে । এ অঞ্চলের ভূমির মরুকরণ প্রতিকার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
রাষ্ট্রীয় বন ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন , আবহাওয়ার পরিবর্তন ও পানীয়র অভাবসহ বিভিন্ন কারণে চীনের কান সু প্রদেশের তুন হুয়াং ও মিন ছিন এ দু'এলাকার প্রাকৃতিক পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে । তুন হুয়াংয়ের সবুজ ভূমির মরু ভূমিতে পরিনত হওয়ার আয়তন প্রত্যেক বছর ১৩০০ হেক্টর । তুন হুয়াংয়ে বয়ে চলা কয়েকটি বড় নদীতে চর পড়ে গেছে । সবুজ ভূমির আয়তন কমে গেছে এবং অনেক ভূমির মরুকরণ হয়েছে । মিন ছিন জেলায় মরুকরণ হওয়া ভূমির আয়তন সারা জেলার মোট ভূমির আয়তন ৯৪ শতাংশ হয়েছে ।
এ অবস্থা উন্নয়নের জন্য এ প্রতিকার প্রকল্প ৫ বছরের মধ্যে ৪০ হাজার হেকটর ভূমিতে গাছ লাগাবে এবং এসব গাছ রক্ষার জন্যে বালি প্রতিরোধ করবে , কার্যকর ব্যবস্থা নিয়ে ৬ হাজারেরও বেশি হেকটর মরু ভূমির প্রতিকার করবে এবং আইন ও সংশ্লিষ্ট নীতি অনুযায়ী মরুকরণ ভূমির সুরক্ষা এলাকা নির্ধারণ করবে । যাতে প্রাথমিকাভাবে তুন হুয়াং ও মিন ছিন এ দু'এলাকার মরুকরণ অবস্থার উন্নয়ন করা যায় ।
|