২৬ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদ গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবনযাত্রার মৌলিক নিশ্চয়তা ব্যবস্থা সম্মেলনের আয়োজন করে। চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু সম্মেলনে জোর দিয়ে বলেছেন, বিভিন্ন শ্রেণীর সরকার ও সংশ্লিষ্ট বিভাগ ধাপে ধাপে প্রয়োজনীয় শর্তের সঙ্গে সংগতিপূর্ণ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে মৌলিক নিশ্চয়তা ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
হুই লিয়াং ইয়ু বলেন, গ্রামাঞ্চলের সর্বনিম্ন জীবনযাত্রার মৌলিক নিশ্চয়তা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামাঞ্চলের দরিদ্র জনসাধারণকে গণ আর্থিক নিশ্চয়তা ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত করা যাবে। এটা গ্রামাঞ্চলের দরিদ্র জনসাধারণের খাওয়া ও পরার সমস্যার সমাধান করা, দারিদ্র ও ধনীর ব্যবধান কমানো, সামাজিক ন্যায়পরায়ন তা রক্ষা করা, গ্রামাঞ্চলের সুষমতা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহায়ক হবে। সার্বিকভাবে কৃষি কর বাতিল করাসহ কৃষকদের দেয়া গুরুত্বপূর্ণ সুবিধাজনক নীতি চালু হওয়ার পর এটি আরেকটি ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
হুই লিয়াং ইয়ু বলেছেন, এ বছর চীনের গ্রামাঞ্চলে সার্বিকভাবে সর্বনিম্ন জীবনযাত্রার মৌলিক নিশ্চয়তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এ বছরের মধ্যে সংশ্লিষ্ট অর্থ কৃষকদের হাতে পৌঁছবে।
|