২৭ জুন চীনের সঙ্গে গায়ানার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতির সম্বর্ধনানুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতির উপপ্রধান লি চিয়ান ফিং অনুষ্ঠানে এক ভাষণে বলেছেন, চীনের সঙ্গে গায়ানার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছরে, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রের সহযোগিতা ঘন ঘন ঘটছে। তিনি দু'দেশের মিলিত প্রচেষ্টায় চীন ও গয়ানার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক এবং দু'দেশের জনগণের মৈত্রী ত্বরান্বিত করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
১৯৭২ সালের ২৭ জুন চীনের সঙ্গে গায়ানার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। গায়ানা হচ্ছে ক্যারিবীয় অঞ্চলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী প্রথম দেশ।
|