২৬ জুন আন্তর্জাতিক মাদক দ্রব্য নিষিদ্ধ দিবস উপলক্ষ্যে চীনের প্রথম রাষ্ট্রীয় মাদক দ্রব্য নিষিদ্ধ শিক্ষা ঘাঁটি পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে ।
এ ঘাঁটি সমাজের উদ্দেশ্যে সারা বছর খোলা থাকবে । এটি মাদক দ্রব্য নিষিদ্ধ সম্পর্কিত বিষয় শেখার কেন্দ্র । কেন্দ্রটি পেইচিং শহরের ২০ লাখ কলেজ ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং পেইচিংয়ের নাগরিকদের মাদক দ্রব্য নিষিদ্ধ সম্পর্কিত তথ্য শেখার চাহিদা মেটাতে পারবে । এ ঘাঁটিতে মাদক দ্রব্য নিষিদ্ধের শিক্ষাদান কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণও দেয়া হবে ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , পেইচিং শহরের সম্পাদক লিউ ছি , চীনের রাষ্ট্রীয় মাদক দ্রব্য নিষিদ্ধ কমিশনের মহাপরিচালক চৌ ইয়ুং খাং এ ঘাঁটির প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেন এবং মাদক দ্রব্য নিষিদ্ধ বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করেন । তাঁরা বলেছেন , মাদক দ্রব্য নিষিদ্ধ , শুধু এ প্রজমের জন্য কল্যানকর হবে তাই নয় , পরবর্তী বংশধরদের জন্যও সহায়ক হবে । তাঁরা আশা করেন এ ঘাঁটি মাদক দ্রব্য নিষিদ্ধে আরো ইতিবাচক ভূমিকা পালন করবে ।
|