চীন প্রাণী ও উদ্ভিদ বিষয়ক প্রযুক্তি ও শিল্প উন্নয়নকে ভবিষ্যতে হাইটেক উন্নয়নের অন্যতম বিষয় হিসেবে নির্ধারণ করেছে এবং ব্যাপকভাবে এই শিল্পের বিকাশে সহায়তা করবে ।
২৬ জুন উত্তর চীনের থিয়ান চিন মহানগরীতে প্রাণী ও উদ্ভিদ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে । সেমিনারে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেং চি লি বলেছেন , প্রাণী ও উদ্ভিদ বিষয়ক প্রযুক্তির কঠিন সমস্যা নিষ্পত্তি করার জন্য চীন সরকার প্রাণী ও উদ্ভিদ বিষয়ক নতুন প্রযুক্তির গবেষণা আর নতুন নতুন ওষুধপত্রের উদ্ভাবন ও তৈরীর কাজের ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই প্রযুক্তি ও শিল্প উন্নয়নের জন্য আরো সুষ্ঠু পরিবেশ গড়ে তুলেছে । এ ছাড়াও চীনে প্রাণী ও উদ্ভিদ বিষয়ক কৃতী প্রকৌশলীদের প্রশিক্ষণের কাজ আরো জোরদার করা হবে এবং এই বিষয় অধ্যয়নের জন্য উন্নত মানের গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে ।
৩ দিনব্যাপী এই সেমিনারে অংশগ্রহণকারীরা প্রাণী ও উদ্ভিদ বিষয়ক বেশ কয়েকটি বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন ।
|