চীনের উপপ্রধামন্ত্রী উ ই ২৬ জুন পেইচিংয়ে আবার ঘোষণা করেছেন , চীন সরকার আগের মতো ভবিষ্যতেও মেধাস্বত্ব রক্ষার দায়িত্ব ও কর্তব্য পালন করবে এবং বিশ্বের বিভিন্ন দেশ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করে যৌথভাবে মেধাস্বত্ব রক্ষার কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
এ দিন " বিশ্ব ভৌগলিক প্রতীক সম্মেলনের" উদ্বোধনী অনুষ্ঠানে উ ই বলেন , চীন সরকার মেধাস্বত্ব রক্ষার কাজের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং মেধাস্বত্ব দিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করছে । চীন ইতোমধ্যে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মেধাস্বত্ব সম্পর্কিত বিভিন্ন আইন ব্যবস্থা গড়ে তুলেছে । বলা যায়, কিছু শিল্পোন্নত দেশ একশ বছরেরও বেশি সময় দিয়ে যে পথ অতিক্রম করেছে চীন ৩০ বছরের চেয়ে কম সময়ের মধ্যে তা সম্পন্ন করেছে এবং লক্ষ্যনীয় সাফল্য অর্জন করেছে ।
চীন ও বিশ্ব মেধাস্বত্ব সংস্থা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে । যুক্তরাষ্ট্র , ই ইউ সহ ত্রিশটিরও বেশি দেশ এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থা , বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যরা সম্মেলনে অংশ নিয়েছেন ।
|