চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ জুন পেইচিংয়ে বলেছেন, সম্প্রতি লেবাননে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গাড়ি বোমা হামলা শিকার হওয়ার ঘটনায় চীন গভীর বিস্ময় প্রকাশ করে এবং এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করে। চীন স্পেন ও কলম্বিয়া সরকার ও আহতদের পরিবারপরিজনের কাছে সমবেদনা জানায়।
নিয়মিত সম্মেলনে ছিন কাং বলেছেন, চীন আশা করেন , জাতিসংঘ ও লেবানন সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত করবে, অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেবে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করবে। তিনি আরো বলেছেন, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অব্যাহতভাবে লেবাননের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার কাজে সাহায্য করতে ইচ্ছুক।
উল্লেখ্য যে, ২৪ জুন লেবাননে মোতায়েন জাতিসংঘের একটি শান্তিরক্ষী বাহিনীর গাড়ীবহর লেবাননের দক্ষিণাংশের খিয়াম অঞ্চলে গাড়ি বোমা হামলা শিকার হয়। এতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পাঁচজন সদস্য নিহত, তিন জন আহত হয়।
|