গ্রীসের প্রধানমন্ত্রী কনস্টান্ডিনোস কারামানলিস ২৫ জুন বলেছেন, গ্রীস কৃষ্ণ সাগর ও ইউরোপ সংযুক্ত করার দক্ষিণ গ্যাস পাইপ লাইনের নির্মাণ কাজে অংশ গ্রহণ করবে।
গ্রীসের এথেন্স বার্তা সংস্থার খবরে প্রকাশ, কারামানলিস তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত কৃষ্ণ সাগর অর্থনৈতিক ও সহযোগিতামূলক সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত্ করার পর তিনি ভাষণে বলেছেন, নতুন পাইপ ইউরোপের সকল দেশের অনুকূল এবং ইইউ'র সদস্যদেশে গিয়ে জ্বালানী রাজপথের নিরাপত্তা উন্নতির অনুকূল।
তিনি বলেছেন, নতুন পাইপ লাইন এবং এর আগে সিদ্ধান্ত নেয়া গ্রীসের মাধ্যমে তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন উভয়ই রাশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চল থেকে ইউরোপীয় দেশগুলোতে তেল, বিদ্যুত্ ও প্রাকৃতিক গ্যাস বাহী গুরুত্বপূর্ণ জ্বালানী রাজপথ হবে।
|