চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ জুন পেইচিংয়ে বলেছেন, চীন রোবার্ট বি জোল্লিকের বিশ্ব ব্যাংকের নেতা পরিণত হওয়ায় অভিনন্দন জানিয়েছে । চীন আশা করে, জোল্লিক ভালভাবে এ দায়িত্ব পালন করে বিশ্বের দারিদ্র বিমোচনে ইতিবাচক অবদান রাখবেন ।
এদিন অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন । তিনি আশা করেন, জোল্লিক বিশ্ব ব্যাংক নেতৃত্ব গ্রহণ করে চীনের সঙ্গে সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ককে ভালভাবে বজায় রাখবেন ।
|