ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ২৫ জুন প্যারিসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সার্কোজি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বের আবহাওয়া গরম হয়ে উঠায় দৃষ্টান্ত স্থাপন করা।
সার্কোজির একজন মুখপাত্র সাক্ষাত্-এর পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পরমাণু সমস্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিমতের সমন্বয় করা। যাতে কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান করা যায়। আফগানিস্তানের সমস্যার ব্যাপারে সার্কোজি আফগান প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ফ্রান্সের সেনাবাহিনী সেখান থেকে প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। সম্মেলনে দু'পক্ষ আরো অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট লেবানন ও ফিলিস্তিনের পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করেছে।
|