২৫ জুন একদিনব্যাপী দারফুর আন্তর্জাতিক সম্মেলন ফ্রান্সের প্যারিসে শেষ হয়েছে । অংশগ্রহণকারীরা রাজনৈতিক পদ্ধতিতে দারফুর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন ।
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী চাং ইয়ে সুই সম্মেলনে বলেছেন, চীন দারফুরের রাজনৈতিক প্রক্রিয়ার রোডম্যাপ সমর্থন করে এবং দারফুর সমস্যায় অব্যাহতভাবে গঠনমূলক ভুমিকা পালন করবে । দারফুর সমস্যা বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দারফুর সমস্যার সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং যৌথ শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন উভয়ই গুরুত্বপূর্ণ ।
২৫ জুন জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্যারিসে বলেছেন, চীন দারফুর সমস্যার সমাধানে গঠনমূলক ভুমিকা পালন করছে । তিনি চীনের প্রচেষ্টার জন্য সন্তোষ প্রকাশ করেন ।
তা ছাড়া, ই.ইউ.'র উন্নয়ন ও মানবিক ত্রাণ বিষয়ক কর্মকর্তা লুইস মিশেল ২৫ জুন এক বিবৃতিতে বলেছেন, দারফুর সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা । ই.ইউ. দারফুরের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে ।
|