চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য চতুর্থ চীন-আসিয়ান প্রদর্শনীর অংশগ্রহণ আকর্ষণকারী কাজে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। প্রায় তিন ভাগের দুই ভাগ প্রদর্শনীর বিক্রি কেন্দ্র পূর্বনির্ধারিত হয়েছে।
চীন-আসিয়ান প্রদর্শনীর উপ-মহাসচিব জেং চুনচিয়ান ২৬ জুন চীনের নাননিং শহরে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, আসিয়ান দেশগুলোর পূর্বনির্ধারিত বিক্রি কেন্দ্র ১ হাজারেরও বেশী হবে এবং গত বারের প্রদর্শনীর চেয়ে বেশী হবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, প্রদর্শনীতে অংশগ্রহণকারী পেশাদার দর্শক ২০ হাজারে দাঁড়াবে।
তিনি আরো বলেছেন, এবারের প্রদর্শনী আসিয়ানের সংশ্লিষ্ট দেশগুলো বিশেষ পণ্যদ্রব্য বিক্রি ত্বরান্বিত করবে এবং চীনের ক্রেতারা তা ক্রয় করবেন।
চীন-আসিয়ান প্রদর্শনী হচ্ছে চীন ও আসিয়ানের ১০টি দেশের সরকারের আর্থ-বাণিজ্য বিভাগ ও আসিয়ান মহাসচিব কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক যোগাযোগ সম্মেলন। ২০০৪ সাল থেকে প্রতি বছর এই সম্মেলন চীনের নাননিং শহরে অনুষ্ঠিত হয়ে আসছে।
|