ইরাকের প্রেসিডেন্ট জালাল আল-তালাবানি ২৬ জুন সপ্তাহব্যাপী চীনে রাষ্ট্রীয় সফর শেষ করেছেন । তিনি বিশেষ বিমান যোগে চীনের চিয়াং সু প্রদেশের নান চিং শহর থেকে স্বদেশে ফিরে যান।
এদিন তিনি চিয়াং সু প্রদেশের গভর্নর লিয়াং বাও হুয়ার সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, এবারের সফর সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। তিনি আশা করেন, চীন ও ইরাকের সম্পর্কের উন্নয়ন হবে । একই সঙ্গে ভবিষ্যতে তিনি আবার চীন সফর করার আশা প্রকাশ করেছেন। ইরাকের প্রতিনিধি দল চীন জনগণের মৈত্রী ইরাক সরকার ও জনগণকে জানাবে। এটি দু'দেশের সম্পর্ক আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সহায়ক হবে।
|