v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-26 11:09:13    
ওলিম্পিক গেমস উপলক্ষে পেইচিংয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে

cri
    ২৯তম ওলিম্পিক গেমস ২০০৮ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে এ বছরের মে মাস থেকে পেইচিংয়ে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচী শুরু হয়েছে ।

    মে মাসের প্রথম দিকে ২০০৮ সালের ওলিম্পিক গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচী হিসেবে ' একই বিশ্বে থাকে' নামে একটি বড় আকারের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এ চিত্রপ্রদর্শনীতে হংকং ও তাইওয়ানসহ চীনের দুশ'জন শ্রেষ্ঠ চিত্রশিল্পীজাতি সংঘের ১৯২টি সদস্যদেশ ও সংস্থার ছবি আঁকেন । চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের কর্মকর্তা লি পিন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , এ প্রদর্শনী সাধারণ প্রদর্শনী নয় । গণ চীন প্রতিষ্ঠার পর এই প্রথমবার চীনের এত বেশি বিশিষ্ট চিত্রশিল্পী বিশ্বের বিভিন্ন দেশের বৈশিষ্ট্যসম্পন্ন ছবি এঁকেছেন । এটা বিশ্ব জনগণের জন্য চীনা জনগণের একটি মূল্যবান উপহার।

    হংকং ও তাইওয়ানসহ চীনের দুশ'জন শ্রেষ্ঠ চিত্রশিল্পী জাতি সংঘের ১৯২টি সদস্যদেশের সাংস্কৃতিক প্রতীক বিবেচনা করে ঐতিহ্যিক চীনা শৈলীতে ছবি এঁকেছেন । চিত্রশিল্পীরা পাকিস্তানের লাহোর শহরের প্রাচীন দুর্গ , অষ্ট্রেলিয়ার সিডনী অপেরা হল , ডেনমার্কের লিটল মেরমেদ, বুলগেরিয়ার গোলাপ উত্সব , আর্জেন্টিনার বৈশিষ্ট্যময় টেনগোনাচের ছবি একেঁছেন । এ সব ছবিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী পুরানিদর্শন, স্থাপত্য , রীতিনীতি , জাতীয় ফুল ও জাতীয় পাখি রয়েছে ।

    চীনের বিখ্যাত প্রবীন চিত্রশিল্পী হুয়ান ইয়োন ইয়ু কেনিয়া প্রজাতন্ত্রের জন্য ' ফ্লামিনগোস এট লেক নাকুরু ' নামে একটি ছবি একেঁছেন । ছবিতে নীল ও সবুজ রংয়ের পটভূমিতে তিনটি গোলাপি রংয়ের ফ্লমিনগোস পাখা মেলে উড়ছে । চীনের ঐতিহ্যিক শৈলীতে আঁকা এ ছবিতে আফ্রিকার বৈশিষ্ট্যময় দৃশ্য চিত্রিত করা হয়েছে । এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী হুয়ান ইয়োন ইয়ু বলেছেন , এ বছর আমার বয়স ৮৪ বছর । একজন প্রবীণ চিত্রশিল্পী হিসেবে এ ধরনের ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন সাংস্কৃতিক কর্মসূচীতে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি । ওলিম্পিক গেমস স্বাগত জানানোর জন্য চীনা শৈলীতে বিশ্বের বিভিন্ন দেশের বৈশিষ্ট্যের ছবি আঁকা সত্যিই এক আনন্দের ব্যাপার ।

    জানা গেছে , এ প্রদর্শনী পেইচিংয়ে প্রদর্শিত হওয়ার পর দেশের অন্যান্য শহরে প্রদর্শিত হবে । এর পর প্রদর্শনীটি জাতি সংঘের সদর দপ্তর ও বিভিন্ন মহাদেশের দশ-বারোটি দেশের রাজধানীতে প্রদর্শিত হবে । এই প্রদর্শনীর এলবাম ২০০৮ সালের ওলিম্পিক গেমসের উপহার হিসেবে দেয়া হবে ।

    এই চিত্রপ্রদর্শনী ছাড়া পেইচিংয়ের যাদুঘর , প্রদর্শনীভবন ও শিল্পভবনের উদ্যোগে শতাধিক সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হবে । চীনের আর্ট গ্যালারীতে আয়োজিত ' মাগ্রিটের বিশ্ব' নামে একটি চিত্রপ্রদর্শনীতে বেলজিয়ামের বাস্তববাদী চিত্রশিল্পী রেন মাগ্রিটের আঁকা ছবি ও তার জীবন সম্পর্কিত ছবি দেখানো হয়েছে । তার চিত্রপ্রদর্শনী এই প্রথমবার চীনের প্রদর্শিত হয়েছে । পেইচিংয়ের পুরার্কীতি ব্যুরোর উপপ্রধান সু সিয়াও ফেন বলেছেন , পরিকল্পনা অনুসারে এখন থেকে ২০০৮ সালের ওলিম্পিক গেমস পর্যন্ত পেইচিংয়ে চীনের ও বিদেশের চার শ'টি নানা বিষয়ের প্রদর্শনীআয়োজন করা হবে । তিনি বলেছেন , এখন থেকে ২০০৮ সালের ওলিম্পিক গেমস পর্যন্ত পেইচিংয়ে দু শ'টি বৈশিষ্ট্যময় স্থায়ী প্রদর্শনী ও দু শ'টি অস্থায়ী প্রদর্শনী আয়োজন করা হবে । চীনের যাদুঘরগুলোর একটি কাজ হলো পেইচিং তথা চীনের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা । পেইচিংয়ের নাগরিকরা , চীনের অন্যান্য স্থানের পর্যটকরা এবং ওলিম্পিক গেমস দেখার জন্য আসা বিদেশী বন্ধুরা পেইচিংয়ে প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি চীনের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।

    মে মাসে চীনের সপ্তম শিল্পকলা উত্সব পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । চীন ছাড়া বিশ্বের বিশটি দেশ ও অঞ্চলের ৪০টিরও বেশি শিল্পী দল এই উত্সবে অংশ নেয় । ২০০৫ সাল থেকে এ উত্সবে অনুষ্ঠানের টিকিটের দাম অনেক কমিয়ে দেয়া হয়েছে । কোনো কোনো অনুষ্ঠানের টিকিটের দাম মাত্র বিশ ইইয়ান ।