v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-25 21:58:31    
খেলার জগত---২০০৭/৬/২৫

cri

**আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়লাভ

    আয়ারল্যান্ডের বেলফার্ষ্টে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ১ উইকেটে ১৭৩ রান করে ৯ উইকেটে আয়ারল্যান্ডকে পরাজিত করেছে । ভারতের পক্ষে সৌরভ গাঙ্গুলী নট আউট থেকে ৭৪ রান এবং গম্ভীর নট আউট থেকে ৮০ রান করেন । শচীন টেন্ডুলকার মাত্র ৪ রানে সাজঘরে ফিরে যান । প্রথমে ব্যাট করতে নেমে আইরিশরা সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান তুলতে সক্ষম হয় । বৃষ্টির কারনে খেলা দেরীতে শুরু হওয়ায় ভারতকে ৩৯ ওভারে ১৭১ রানের টার্গেট বেধে দেয়া হয় ।

**ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে ইংল্যান্ডের জয়লাভ

    এর আগে চতুর্থ টেষ্টের শেষ দিনে পানেসারের পাঁচ উইকেটে ইংল্যান্ড অনায়াসে সাত উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজকে । তারা ২২২ রানে অলাউট হয়ে যায় নিজেদের দ্বিতীয় ইনিংসে । এ সময় ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয় ১১০ রানের তারা তিন উইকেটে ১১১ রান তুলে জয় নিশ্চিত করেন । আগের দিন একগিনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো মাইকেল ভন অপরাজিত থাকেন ৪৮ রানে । আর ওয়ানডে দলে যিনি তার উত্তরসুরি সেই পল কলিংউড অপরাজিত থাকেন মাত্র ৫ রানে । যিনি প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রপনের মধ্যে করেছিলেন ১২৮ রান । ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ জিতলো ৩-০ তে । বৃস্টির দরুন প্রথম টেস্ট ম্যাচ অমিমাংসিত থাকে । এরপর টানা তিনটি ম্যাচে পরাজয়বরন করে উয়েস্ট ইন্ডিজ ।

    এদিকে লঙ্কান এ দলের বিপক্ষে টাইগারদের তিন দিনের প্র্যাকটিস ম্যাচটি ড্রয়ে পর্যবসিত হয় । তবে বলতেই হয় বৃস্টির কারনে তিন দিনের ম্যাচটির দেড় দিনই খেলা হয় নি । প্রথম দিন ৭৯ ওভার খেলা সম্ভব হলেও দ্বিতীয় দিন মাত্র ২৫ ওভার এবং শেষ দিন ৩৬.৩ ওভার খেলা সম্ভব হয়েছে । ফলে তৃতীয় দিন অর্থাত ম্যাচের শেষ দিন বাংলাদেশ আর ব্যাটিংয়ে নামারক মতো অনুদারতা দেখায়নি । গত দিনের ২৪৫/৮ ক্নসোরেই ইনিংস ঘোষণা দিয়ে দেয় । ফলে লঙ্কান এ দলের ব্যাটসম্যানরা এদিন সকালেই মাঠে নামার সুযোগ পায় এবং মাত্র ৩৬.৩ ওভার খেলেই ধুমধাড়াক্কা মেরে ১৭০ রার তুলে নেয় তারা ৪ উইকেট হারিয়ে । কিন্তু নতুন করে বৃস্টির বাগড়ায় তাদের পক্ষ আর বেশিদূর এগুনো সম্ভব হয়নি । ফলে তিন দিনেএর ম্যাচটি প্রত্যাশিতভাবেই অমীমাংসিত থেকে যায় ।

**এবারে ফুটবল

    কোপা আমেরিকায় দামামা বেজে উঠেছে লাতিন আমেরিকার ফুটবল শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের জমজমাট লড়াইয়ের । এ ফুটবরল টুর্নামেন্টের ৪২তম আসরটটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছ ভনিজুয়েলায় । স্বাগতিকসহ ১০টি দল আগেই পৌঁছে গিয়েছিল । সবশেষে দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আর্জেন্টিনা লড়বে ১৪ বছর ধরে কোপায় শিরোপা না পাওয়ার অতৃপ্তি দূর করতে। ৩ বছর আগে চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ফাইনালে তারা টাইব্রেকারে হেরে গিয়ে ছিল।

    ১২টি দলের এ টুর্নামেন্টের মধ্য দিয়েই লাতিন আমেরিকার ফুটবলাররা ইউরোপের দলবদল বাজারে নাম লেখাতে নিজেদের দক্ষতা তুলে ধরবেন। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনা ও ব্রাজিল বেশ সিরিয়াসলি নিয়েছে এবারের কোপা আমেরিকাকে। এছাড়া ২০১০ সালের বিশ্বকাপ এর একটি প্রস্তুতিও এর মাধ্যমে সেরে নিতে চায় তারা। চলতি আসরে অঘটন ঘটাতে প্রস্তুত উরুগুয়ে, কলম্বিয়া ও চিলি। এছাড়া পেরু, প্যারাগুয়ে, বলিভিয়াও কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। ভেনেজুয়েলা অবশ্য কাজে লাগাতে চায় স্বাগতিক হওয়া সুবিধা। এদের সঙ্গে যথারীতি রয়েছে দুই অতিথি দল আমেরিকা ও মেক্সিকো। কোপা আমেরিকার প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯১৬ সালে। চলতি আসরে 'বি' গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে মেক্সিকো, চিলি ও ইকুয়েডর। ভেনিজুয়েলার ৯টি শহরে খেলা হবে।

**বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচই মিরপুরে

    ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের সময় গ্যালারি ফাঁকা পড়ে ছিল টিকিটের দাম ছিল কমপক্ষে ২৫ আর সর্বোচ্চ ৭৫ ডলার। তা ছাড়া মাঠে এটা নিয়ে ঢোকা যাবে না, ওটা বাজানো যাবে না-এতসব নিষেধাজ্ঞায়ও যেন কিছুটা দমে গিয়েছিলেন দর্শকরা। তবে ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর, ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপটা নাকি উত্সবের মতই হবে দর্শকদের জন্য। এমনকি সংবাদকর্মীরাও নাকি এই বিশ্বকাপ কভার করতে পারবেন দারুণ স্বচ্ছন্দে।

    পাকিস্তানের ভুরবানে বিশ্বকাপ সাংগঠনিক কমিটির এক সভাশেষে কাল এসব কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডপ্রধান শারদ পাওয়ার।

    উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আগামী বিশ্বকাপের ছয়টা ম্যাচের আয়োজক হবে বাংলাদেশ। বিশ্বকাপ সাংগঠনিক কমিটির সভায় যোগ দিতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান পাকিস্তান থেকে টেলিফোনে জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান এবং ৬টি ম্যাচের ভেন্যুই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

**চার বছর পর শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

    মায়োর্কাকে ৩-১ গোলে হারিয়ে ৩০তম স্প্যানিশ লিগ শিরোপা জিতে নিলো রিয়াল মাদ্রিদ। রোববারের শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রিয়ালের প্রয়োজন ছিল কেবল একটি জয়, তাহলেই লিগ শিরোপা তাদের। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে প্রথমে একটি গোল হজম করে গভীর হতাশায় ডুবে যায় মাদ্রিদ। তবে তাদের এই হতাশা থেকে টেনে তুলে স্প্যানিশ লিগ শিরোপা এনে দেন জোসে অ্যান্টোনিও রাইস ও মাহামাদু দিয়ারা। অন্য দিকে রিয়ালের সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে হেরে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় করতে ব্যর্থ হয় এফসি বার্সেলোনা।

    মাদ্রিদের সঙ্গে হেরে শিরোপা জয়ের দৌড়ে আগেই পিছিয়ে পড়েছিল গত দু'বারের লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তারপরও তাদের আশা ছিল যদি হেরে যায় রিয়াল। এই আশায় বুক বেঁধে জিমন্যাস্টিক টেরাগোনাকে ৫ গোলে ভাসিয়েছে বার্সা। গোল করেছেন মেসি (দুটি), পুয়ল, রোনালদিনহো ও জামব্রোতা। প্রতিপক্ষকে ৫-১ গোলে হারিয়েও নিশ্চিন্তে ছিল না তারা। তারা তাকিয়ে ছিলো মাদ্রিদের পরাজয়ের দিকে। তবে মাদ্রিদের ৩০তম শিরোপার বাধা হতে পারে নি মায়োর্কা। শিরোপার আশা করেছিল সেভিয়াও, তবে রিয়াল ও বার্সা জেতায় তাদের সেই আশা মাটি হয়ে যায়। বরং নিজেরাই ০-১ গোলে হেরে বসেছে ভিলারিয়ালের কাছে। রিয়াল ও বার্সার ৭৬ পয়েন্টের পর ৭১ নিয়ে তারাই তৃতীয় স্থানে রয়েছে।

**শ্রীলংকা ও মালদ্বীপে সাফ ফুটবল

    সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক হয়েছে মালদ্বীপ ও শ্রীলংকা। আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর বসবে সাফ ফুটবলের পঞ্চম আসর। বাংলাদেশসহ আটটি দেশ দু'গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেক গ্রুপ থাকবে চারটি করে দল। সাফ ফুটবলের অন্য দেশগুলো হল – ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী আগস্টে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হবে। দু'গ্রুপের খেলা হবে দু'দেশের দু'শহরে। একটি গ্রুপের খেলা মালদ্বীপের মালেতে, অপরটির শ্রীলংকার কলম্বোয়। আর এ দু'শহরে হবে দুটি সেমিফাইনাল। তবে ফাইনাল অনুষ্ঠিত হবে শ্রীলংকার রাজধানী কলম্বোয়। সাফ ফুটবলের প্রথম আসর বসেছিল ১৯৯৭ সালে নেপালের কাঠমান্ডুতে । সেবার ভারত চ্যাম্পিয়ন ও মালদ্বীপ রানার্সআপ হয়। দু'বছর পর ভারতের গোয়ায় বসে সাফের দ্বিতীয় আসর। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে স্বাগতিকরা জিতে নেয় সাফ ট্রফি। এরপর পেরিয়ে গেছে চার-চারটি বছর। বাংলাদেশ ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। করাচি সাফ ফুটবলে আবারও চ্যাম্পিয়ন হয় ভারত। আর বাংলাদেশ আনার্সআপ ট্রফি নিয়ৈ দেশে ফিরে ছিল। যদিও বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প কোথায় হবে তা এখনও সিদ্ধান্ত হয় নি।