v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-25 20:23:55    
চীনে অধ্যায়নের শিক্ষা ক্ষেত্রের প্রথম প্রদর্শনী ওয়ার্শতে শুরু হয়েছে

cri
    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশে লেখাপড়া সংক্রান্ত পরিসেবা কেন্দ্র ,পোল্যান্ডের "ভবিষ্যত সম্ভাবনা" নামক শিক্ষা তহবিল এবং পোল্যান্ডে চীনের দূতাবাসের যৌথ উদ্যোগে চীনে শিক্ষা গ্রহণ করতে আসা ছাত্রছাত্রীদের প্রথম শিক্ষামূলক প্রদর্শনী ১২ জুন ওয়ার্শ বিজ্ঞান ও যন্ত্রবিদ্যা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়, ফুতান বিশ্ববিদ্যালয়সহ চীনের ১৫টি বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রদর্শনীতে অংশ নিয়েছে।

    ওয়ার্শ বিজ্ঞান ও যন্ত্রবিদ্যা বিশ্ববিদ্যালয় শিক্ষামূলক প্রদর্শনী শুরু হওয়ার আগে অনুষ্ঠিত এক সেমিনারে চীন ও পোল্যান্ডের শিক্ষা ক্ষেত্রের প্রতিনিধিগণ দু'পক্ষের শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা ও পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর গুরুত্ব দেয়ার ফলপ্রসু বিষয়ে মত বিনিময় করেছেন। এবার পোল্যান্ডে প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলার সময় চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশে লেখাপড়া সংক্রান্ত পরিসেবা কেন্দ্রের পরিচালক ফাং মাও টিয়েন বলেছেন,

     আমরা এই শিক্ষামূলক প্রতিনিধি দল গঠন করেছি। এর উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা ও বিনিময়ের উপায় আর অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র সম্প্রসারণ করা। যাতে সংস্কৃতিকে জানার মধ্য দিয়ে প্রতিভা বিনিময় ও প্রশিক্ষণ দেয়ার ভেতর দিয়ে ফলপ্রসু তথ্য ও পরিসেবা দেয়া যায়।

    চীন ও পোল্যান্ডের শিক্ষা বিনিময় উন্নয়নের প্রক্রিয়া সম্পর্কে বলার সময় ফাং মাও থিয়েন বলেছেন, চীন ও পোল্যান্ডের শিক্ষা বিনিময়ের সুষ্ঠু সহযোগিতার ভিত্তি রয়েছে।

     নয়া চীন প্রতিষ্ঠার পর পোল্যান্ড ও চীনের শিক্ষা বিনিময় শুরু হয়েছে। তিনি আশা করেন, এবারের প্রদর্শনীর মাধ্যমে পোল্যান্ডের জনগণকে চীনের সংস্কার ও মুক্তদ্বার নীতি থেকে চীনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং চীনাদের জীবনযাত্রার মান অব্যাহতভাবে উন্নত করাসহ বিভিন্ন ক্ষেত্রে আরো ভালোভাবে তুলে ধরা হয়েছে।

    চীনের শিক্ষা প্রদর্শনীতে যোগ দেয়া ছাত্রছাত্রীদের মধ্যে ওয়ার্শ ছাড়া বেশির ভাগই অন্যান্য শহরে থেকে এসেছে। কাসিয়া তাদের মধ্যে একজন। সে মধ্য পোল্যান্ডের লোডজি শহরের একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। তার ওয়ার্শে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়ের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, 

    আজকে আমি এই প্রদর্শনীতে এসেছি। আমি আশা করি, এবারের প্রদর্শনীর মাধ্যমে আমার পছন্দের চীনের বিশ্ববিদ্যালয় বাছাই করতে পারবো।আমি চীনে লেখাপড়া করার কারণ হচ্ছে আমি আন্তর্জাতিক বাণিজ্য বিদ্যা খুব পছন্দ করি এবং চীনা ভাষা শুনতে খুব ভালো লাগে। আমি খুবই আগ্রহী।

    মাটেউজ চীনের সংস্কৃতি খুব ভালোবাসেন। তিনি বলেছেন, 

    আমি মনে করি, চীন একটি রহস্যময় ও মজা দেশ। চীন দ্রুত উন্নত হচ্ছে। চীনা খুব অতিথিপরায়ন। আমি চীন ও চীনের সংস্কৃতি সম্পর্কে আরো বেশি জানতে চাই। আমি চীনে পরিচালনা ও তথ্য বিভাগে লেখাপড়ার চিন্তা করছি।

    জানা গেছে, চীনের উন্নয়নের মাধ্যমে আরো বেশি পোল্যান্ডের লোক চীনকে জানতে ও বুঝতে চান একং চীন সম্পর্কে আরো বেশি জ্ঞান পেতে আগ্রহী। দুপক্ষের শিক্ষা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতায় পোল্যান্ডের ছাত্রছাত্রীদের চীনে অধ্যায়নের জন্য সুবিধা দেয়ার জন্যে পোল্যান্ডে চীনের দূতাবাস ব্যাপক সহযোগিতা করছে। পোল্যান্ডে চীনের রাষ্ট্রদূত ইয়ান কুই সেন এবারের প্রদর্শনীর মূল্যায়ন করে বলেছেন,

    শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা চীন ও পোল্যান্ডের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ফলপ্রসু সম্ভাবনার দুয়ার খুলেছে। এ রকম প্রদর্শনী চীনের সংস্কার ও মুক্তদ্বার নীতি এবং চীনের শিক্ষা ক্ষেত্রকে আরো উন্নত করার জন্য কল্যাণকর। চীন ও পোল্যান্ডের শিক্ষা ক্ষেত্রের সহযোগিতার ব্যাপক সুপ্ত শক্তি ও সুন্দর ভবিষ্যত রয়েছে।

    জানা গেছে, ২০০৬ সালে চীনে অধ্যায়নরত পোল্যান্ডের ছাত্রছাত্রীদের সংখ্যা ১০৩জন। বর্তমানে চীন ও পোল্যান্ডের সরকারী শিক্ষা ক্ষেত্রের চুক্তি অনুযায়ী, চীন ও পোল্যান্ড প্রত্যেক বছর পারস্পরিক ৩৫জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেয়। তবে এই সংখ্যা পোল্যান্ডের ছাত্রছাত্রীদের চীনে অধ্যায়নের চাহিদা মেটে নি। জনগণ বিশ্বাস করে যে, চীনে অধ্যায়নের প্রদর্শনীর মাধ্যমে পোল্যান্ডের আরো বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষামূলক সংস্থা চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরো ঘনিষ্ঠ বিনিময় ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে।