হংকং হচ্ছেবিশ্বের বিখ্যাত স্বাধীন বন্দর এবং বিশ্বের অন্যতম অঞ্চল যেখানে অবাধ বাজার অর্থনীতি চালু হওয়ায় সাফল্য অর্জিত হয়েছে । হংকং-এর "মৌলিক আইন" অনুযায়ী মাতৃভূমির কোলে ফিরে আসার পর হংকংয়ে পূঁজিবাদী অবাধ বাজার অর্থনৈতিক ব্যবস্থা ক্রমাশ্বয়ে চালু হবে । গত ১০ বছরে " এক দেশে দুই ব্যবস্থা"র কাঠামোতে হংকং এখনো বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনৈতিক গোষ্ঠী।
হংকংয়ের উত্তর দিকে চীনের মূলভূভাগ, দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব এশিয়া , পূর্ব দিকে প্রশান্ত মহা সাগর , পশ্চিম দিকে ভারত মহা সাগর । হংকং হল আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং চীনের বাজারে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার গমনাগমনের একটি গুরুত্বপূর্ণ বন্দর ।
১৮৪১ সালেই হংকংয়ে মুক্তবন্দর নীতি চালু হয় । এ সম্পর্কে হংকংয়ের বিখ্যাত শিল্পপতি চেন সিয়েনচি বলেছেন , সংস্কার ও উন্মুক্ত নীতি চালু হওয়ার পর চীনের অর্থনীতির বিরাট অগ্রগতি হয়েছে । অনেক পণ্যদ্রব্য হংকংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় ।
হংকংয়ের মুক্ত বন্দর নীতির সঙ্গে খাপখাওয়ানোর জন্য হংকংয়ে বরাবরই মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা চালু রয়েছে । তহবিল ক্ষেত্রে মুদ্রা বিনিময় করা হয় ,পূঁজির বিনিময় ও সোনার কেনাবেচা স্বাধীনভাবে চলছে । হংকংয়ের তহবিল নীতি বিশ্বের বিভিন্ন অঞ্চলের পূঁজিকে আকৃষ্ট করায় হংকং এক প্রাচুর্যে পরিপূর্ণ ভান্ডারে পরিণত হয়েছে ।
মাতৃভূমির কোলে ফিরে আসার পর হংকংয়ের মুক্ত বাজার অর্থনীতি ক্ষেত্রের নীতির কোনো পরিবর্তন হয়নি । এ সম্পর্কে হংকংয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর ভাইস প্রসিডেন্ট এলান ওয়ং বলেছেন, এ ক্ষেত্রেহংকংয়ের কোনো পরিবর্তন হয়নি । হংকং স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল । স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থা থাকার কারণে আমরা উন্নয়ন লাভ করতে সক্ষম হয়েছি । এ ক্ষেত্রে হংকং খুব সচেতন ।
বিগত ১০ বছরে হংকং যুক্তরাষ্ট্র ও জাপান সহ বিভিন্ন দেশের অর্থবিনিয়োগকারীদের কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে । ২০০৬ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী এই সালে হংকংয়ে মোট ৬৩০০টি দেশিবিদেশী কোম্পানির সদর দপ্তর ও কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ।
তহবিল ক্ষেত্রে হংকং এখনো বিশ্বের অন্যতম তহবিল কেন্দ্র । স্বাধীনভাবে মুদ্রা বিনিময় করা হয় এবং পূঁজির বিনিময় এখানে স্বাধীনভাবে করা হয় । এ সম্পর্কে হংকং তহবিল প্রশাসনের প্রেসিডেন্ট রেন চিকাং বলেছেন , মুক্ত বাজার ভাল বটে । কিন্তু ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এশিয় তহবিল সংকট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হল, মুক্ত বাজারকে স্বাধীনভাবে নিয়ন্ত্রণাধীন বাজারে পরিণত করা যায় । তাহলে তদারকীর ক্ষেত্রেমনোযোগের সঙ্গে এই সব বাজারের তদারক করা দরকার ।
কর ক্ষেত্রে হংকংয়ের নিচু হার বহু শিল্পপ্রতিষ্ঠান ও দক্ষমানুষকে আকর্ষণ করেছে । হংকংয়ে একটি কোম্পানিতে কর্মরত ফ্রাসী লুডোভিক বলেছেন , দু বছর আগে আমি কোম্পানিতে এসেছি । সহকর্মীরা আমাকে জানিয়েছেন যে, অর্থনৈতিক পরিস্থিতি ভাল বলে হংকংয়ের করের বেশির ভাগ করদানকারীদের ফেরত দেয়া হবে । কথাটা শুনে আমি আশ্চর্য হই । কারণ ফ্রান্সে এবং অনেক দেশে করের অনুপাত অপেক্ষাকৃত বেশি এবং কখনো ফেরত দেয়া হবে না । এ ব্যবস্থাঅব্যাহতবজায় থাকবে বলে আমি আশা করি ।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেন ইংছুয়েন বলেছেন ,মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তন হংকংয়ের মুক্তঅর্থনীতির ওপর প্রভাব ফেলেনি । তিনি বলেছেন এ ১০ বছরে হংকংয়ের পছন্দনীয় স্বাধীনতা , হংকংয়ের আইন ব্যবস্থা, সুষম সমাজ , প্রচলিত মুদ্রা এবং প্রতিটি ব্যাপারেই একটুও দুর্বলতা প্রকাশ করা হয়নি বরং জোরদার হয়েছে ।
হংকং তহবিল প্রশাসনের প্রধান রে চিকাং বলেছেন , " এক দেশে দুই ব্যবস্থা", " হংকংবাসীদের দ্বারা হংকং শাসন" এবং উচ্চ স্বশাসনের নীতিতে হংকংয়ের তহবিল ক্ষেত্রের স্বাধীনতা আরও জোরদার হয়েছে ।
|