পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা লি ইউয়ানহুয়া সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াংয়ে পানিসাশ্রয়ী জলসেচ সম্পর্কিত একটি সভায় বলেছেন , বর্তমানে চীনে জলসেচের ব্যবহার ৪৫ শতাংশে দাঁড়িয়েছে । যার ফলে প্রতি বছরে চীন ২০ বিলিয়ন কিউবিক মিটার পানি সাশ্রয় করতে সক্ষম হয়েছে ।
জানা গেছে , সাশ্রয়কৃত পানি নতুন সম্প্রসারিত জমির জলসেচে ব্যবহার করা ছাড়া প্রায় ২৫ শতাংশ পানি পরিবেশ রক্ষায় ব্যবহার করাহয় । প্রায় ১৫ শতাংশ পানি শিল্প উত্পাদন ও শহরাঞ্চলের জীবনযাত্রায় ব্যবহার করা হয় ।
লি ইউয়ান হুয়া বলেছেন , জলসেচে ব্যবহার করা মোট পানির পরিমান না বাড়িয়ে দেয়ার অবস্থায় চীনের কৃষি জমির সেচের আয়তন ১৯৯৫ সালের চেয়ে ২০০৫ সালে প্রায় ৭০ লাখ হেক্টর বেড়েছে ।
বিংশ শতাব্দীর আশির দশকের মাঝামাঝি সময় চীনে জলসেচে পানি সাশ্রয়ীব্যবস্থা চালু হয় ।
|