জাপানের মন্ত্রী সভার মহাসচিব শিওজাকি ইয়াসুহিসা ২৫ জুন বলেছেন, উত্তর কোরিয়া প্রাথমিক পর্যায়ের কর্মসূচী অনুযায়ী তা কার্যকর না করলে কোরীয় পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হবে না।
জাপানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তর কোরিয়া সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল আশা করেন, চলতি বছরের জুলাই মাসের শেষ নাগাদ ছ'দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হবে। এর জন্য ২৫ জুন শিওজাকি ইয়াসুহিসা বলেছেন, উত্তর কোরিয়া প্রাথমিক পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করে কি না তা বিভিন্ন পক্ষ যাচাই করে দেখবে।
জাপানের সংবাদ মাধ্যম বলেছে, উপর্যুক্ত কার্যক্রম উত্তর কোরিয়ার প্রাথমিক পর্যায়ে বাস্তবায়ন করা সংক্রান্ত বৈঠকের পূর্ব শর্তের ওপর জাপান তার নমনীয় মনোভাব প্রকাশ করেছে।
|