চীনের উপ-বাণিজ্য মন্ত্রী কাও ফু ছেং ২৫ জুন বলেছেন , চীন ১৯৯৭ সালের শেষ নাগাদ থেকে আমদানিকৃত নিউজ-প্রিন্টের ব্যাপারে প্রথম-বারের মতো ডাম্পিং বিরোধী অভিযান চালিয়েছে । গত দশ বছর ধরে চীন আমদানিকৃত পণ্যের ব্যাপারে মোট ৪৮ বার ডাম্পিং বিরোধী অভিযান চালিয়েছে । ফলে আন্তর্জাতিক রীতি-নীতিকে কাজে লাগিয়ে নিজ দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করা হয়েছে ।
কাও ফু ছেং পেইচিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সেমিনারে বলেছেন , বর্তমানে ডাম্পিং বন্ধ করা এবং অসম বাণিজ্য রোধ করা চীনের অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে ন্যায়পরায়ন স্বার্থ সুরক্ষা করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থায় পরিণত হয়েছে ।
আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ডাম্পিং বন্ধ করা এবং সুষম বাণিজ্য বজায় রাখা হচ্ছে যার যার দেশের শিল্পের নিরাপত্তা সুরক্ষা করার অন্যতম কার্যকর ব্যবস্থা।
|