পাকিস্তান থেকে চীনে যাতাযাতকারী একটি সড়ক ৮ জুন তুষার পাহাড়ের বরফ গলে যাওয়ার কারণে সৃষ্ট মাটি ধ্বসে বিধ্বস্ত হয়েছে । দু'পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে , পাকিস্তানকে সহায়তা করার জন্য সড়ককে মেরামত করার উদ্দেশ্যে চীনের প্রকৌশলী ও শ্রমিকরা ২৩ জুন পাকিস্তানে গিয়েছেন ।
জানা গেছে , আড়াই কিলোমিটার দীর্ঘ বিধ্বস্ত সড়কে জমে থাকা পানির উচ্চতা দেড় মিটারে দাঁড়িয়েছে ।
২৮ জুন চীনের সিনচিয়াংয়ের কাশ , দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার পণ্য মেলা উদ্বোধন হওয়ার কথা । সড়ক বিধ্বস্ত হওয়ার কারণে মেলায় প্রদর্শিত পাকিস্তানের বিপুল পরিমাণ পণ্য কাশ্ শহরে সময় মতো পাঠানো সম্ভব হচ্ছে না ।
কাশ্ মেলা যাতে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয় , সেজন্য ২৫ জুন এই সড়ক মেরামতের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হবে ।
|