২৪ জুন দক্ষিণ লেবাননের হিয়াম অঞ্চলে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর একটি যানবহর গাড়ি বোমা হামলার শিকার হয়েছে । ফলে ৫জন নিহত এবং অন্য ৩জন আহত হয়েছে ।
নিহতদের মধ্যে দু'জন ছিলেন স্প্যানিশ , অন্য তিন জন লেবাননে মোতায়েন স্পেন বাহিনীতে কর্মরত কলম্বীয়। আহতদের মধ্যে ৩ জন ছিলেন স্প্যানিশ । প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে লেবাননের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , গাড়ি বোমা বিস্ফোরণের পর জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর যানবহরের অস্ত্রসজ্জা ও বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে ।
বিস্ফোরণের পর লেবাননের প্রেসিডেন্ট এমিলি লাহুদ ও প্রধানমন্ত্রী সিনিওরা এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন । এই ঘটনার নিন্দা করে লেবাননের আমল আন্দোলন ও হেজবুল্লাহসহ বিরোধী দলগুলোও বিবৃতি প্রকাশ করেছে ।
|