ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২৪ জুন জর্দানের রাজধানী আম্মানে বলেছেন , তিনি হামাসের সঙ্গে সংলাপ করবেন না । এর পাশাপাশি বেশ কয়েকটি দেশ আব্বাসের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন ।
এ দিন জর্দানের রাজা আবদুল্লাহ আল হুসেনের সঙ্গে বৈঠকের পর সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে আব্বাস বলেছেন , হামাস অভ্যুথ্থান চালিয়েছে । এই সংস্থার সঙ্গে তার সংলাপের কোন সম্ভাবনা নেই ।
রাজা আবদুল্লাহ বলেছেন , জর্দান সর্ব শক্তি নিয়ে ফাতাহ ও ফিলিস্তিনের জরুরী সরকারকে সমর্থন করবে ।
ইসরাইলী বাহিনী এ দিন রাতে গাজার ওপর বিমান হামলা চালিয়েছে । ফলে কমপক্ষে ৫জন হতাহত হয়েছে । এর পাশাপাশি ইসরাইল ফিলিস্তিনের তরফ থেকে যে কর আদায় করেছে , এ দিন ইসরাইলের মন্ত্রীসভা ফিলিস্তিনের জরুরী সরকারকে তা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে । যাতে আব্বাস ও জরুরী সরকারের শক্তিকে জোরদার করা যায় ।
|