সম্প্রতি চীনের বেসামরিক বিমান চলাচল ব্যুরো "বেসামরিক বিমানচলাচল পরিচালনা সংক্রান্ত অলিম্পিক গেমস সুরক্ষা কর্মসূচী" কার্যকর করেছে। এর ফলে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস চলা কালে আকাশের নিরাপত্তা সার্বিকভাবে সুরক্ষিত হয়েছে।
কর্মসূচীতে বলা হয়েছে, পেইচিং, থিয়েনচিন , ছিনতাওসহ অলিম্পিক গেমস আয়োজনকারী শহরগুলোয় বিমান চলাচলের জন্যে বিমান সীমা, বিমান লাইন এবং উড্ডয়নের সীমিত অঞ্চল নির্ধারণ করে দেয়া হবে। পেইচিংসহ বিভিন্ন মহা নগরের মধ্যে জরুরী বিমান লাইন গড়ে তোলা হবে। এর পাশাপাশি অনুষ্ঠান আয়োজনকারী শহরগুলোতে টেলিযোগাযোগ , লক্ষ্যভেদী ব্যবস্থা,আবহাওয়া ব্যবস্থা এবং আকাশ পরিচালনা সংক্রান্ত পরিসেবা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করা হবে।
তাছাড়া চীনের বেসামরিক ব্যুরো পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিমানের সমন্বিত ব্যবস্থা প্রণয়ন করবে। রাষ্ট্রীয় অলিম্পিক সাংগঠনিক কমিটির সঙ্গে বিনিময় জোরদার করবে। যাতে বিশেষ বিমান ও গুরুত্বপূর্ণ উড্ডয়নের কর্মসূচী যথাশীঘ্র নিশ্চিত করা যায়।
|