v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-25 17:35:42    
১৮--২৪ জুন, ২০০৭

cri
১) ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বামপন্থী দলগুলো এবং ক্ষমতাসীন কংগ্রেস-নেতৃত্বাধীন সংযুক্র প্রগতিশীল মোর্চার (ইউপিএ)প্রর্থী প্রতিভা পাতিল ২৩ জুন তাঁর মনোনয়নপত্র জমা দেন।

    সন্ত্রাসীদের হাতে নিহত জালগাঁও জেলা কংগ্রেস কমিটির সাবেক সভাপতি ভি জি পাতিলের স্ত্রী রজনী পাতিল তাঁর স্বমী হত্যার সঙ্গে জড়িত প্রতিভার ভাইকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনেছেন প্রতিভা পাতিলের বিরুদ্ধে। আর বর্তমান রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রর্থী না হওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

    প্রতিভা পাতিল নয়াদিল্লিতে লোকসভায় গিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইউপিত্র চেয়ারপারসন ও কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ মোর্চার শীর্ষস্থানীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন। প্রতিভা পাতিল মনোনয়নপত্র জমা দেওয়ায় ভারতে এই প্রথম কোনো নারীর রাষ্ট্রপ্রধান হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিল। ১৯ জুলাই এ নির্বাচন অনোষ্ঠিত হবে।

    জালগাঁওয়ে একটি কলেজের অধ্যাটিকা রজনী পাতিল শুক্রবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন,১০০৫ সালে দিল্লি সিটি করপোরেশন(ডিসিসি) নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিভা পাতিলের ভাই জি এন পাতিলের সমর্থকেরা তাঁর স্বামীকে খুন করে।এ হত্যার পেছনে জি এন পাতিলসহ কংগ্রেসের অনেক নেতা জড়িত। তিনি অভিযোগ করেন,রাজস্থানের তত্কলীন রাজ্যপাল প্রতিভা তাঁর ভাইকে রক্ষার জন্য ওই হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রভাবিত করেন।

    কংগ্রেস এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তারা এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে।

    তৃতীয় ফ্রন্ট বা নবগঠিত সংযুক্র জাতীয় প্রগতিশিল মোর্চার (ইউএনপিত্র) নেতারা ২২জুন নয়াদিল্লিতে এ পি জে আবদুল কালামের সঙ্গে দেখা করে নির্বকচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চান। এ সময় কালাম বলেন,তিনি রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদের জন্য আর লড়বেন না। কালামের এ সিদ্ধান্তের পর জাতীয় গণতান্ত্রিক মোর্চা(এনডিএ) আবারও উপরাষ্ট্রপতি ভৈঁরো সিং শেখাওয়াতের প্রতি তাদের মসর্থন জানায়।

    প্রতিভা পাতিলের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বকচনে প্রতিদ্বন্দ্বীর মংখ্যা ১৫-তে দাড়ালো। আগামী ১৯ জুলাই নির্বাচন অনুষ্ঠত হবে।

    দিল্লির বাবা হরি ওম এবং হায়দ্রাবাদের দেবীদাস রাও গোর্কি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দিখিলের পর শুধু একজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বাতি রয়েছে।

    বিরোধী এনডিএ জোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ভাইস প্রেসিভেন্ট ভৈরন সিং শেখাওয়াত আজ নোমবার মনোনয়নপত্র দাখিল করবেন বলে কথা রয়েছে। গত ১৬ জুন মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। আগামী ৩০ জুন তা শেষ হবে। কগামি ২ জুলাই মনোনয়নপত্র বাছাই হবে। ৪ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

২) পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ২২৮ জনের মৃত্যু

    পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে প্রবল বর্ষণ ও ঝড়ে কমপক্ষে ২২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ২০০ জন। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সরদার আহমেদ ২৪ জনু বলেন, 'সরকারি হাসপাতালগুলোয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে কাজে যোগদানের জন্য তলব করা হয়েছে।'

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৩ জুন বজ্রসহ বৃষ্টিপাত ও প্রচগু ঝড়ে ৪৩ জন মারা যায়। ২৪ জুন এ সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২৮ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    তিনি জানান, প্রচন্ড ঝড়ে নগরীর অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়, বহু গাছপালা উপড়ে পড়ে ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। শহরতলি সবচোয়ে বিশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    নগরীর বাসিন্দারা জানায়, কয়েক মিনিটের প্রবল ঝোড়া হাওয়ায় অনেক ভবন ও গাছপালা ভেঙে পড়ে নগরীর প্রধার সড়ক ষাহরায়ে-ফয়সাল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটে ও যানজট সৃষ্টি হয়। এ কারণে অনেক মানুষ প্রাণ হারায়। বৃষ্টির পানিতে নগরীর ব্যাপক এলাকা প্লাবিত হয়, বস্তি এলাকার ঘরবাড়ি ভেসে যায়। বাড়ির ছাদ ও দেয়াল ধসে বেশির ভাগ মানুষ প্রাণ হারায়।

    ঝড়-বৃষ্টি শুরুর আগে করাচি নগরীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বলে আবহাওয়া কর্মকর্তারা জানান।

    ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণজনিত বন্যায় ২৪ মে পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ । পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেও গতকাল বন্যা দেখা দিয়েছে। সেখানে ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে অন্ধ্র প্রদেশের নদ-নদীর পানির উচ্চতা বেড়ে যায়। এতে রাজ্যের তিন জেলার নাম্নঞ্চল তলিয়ে যায়। এ কারণে সেখান থেকে এক লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে গতকাল সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে এসেছে বলে কর্মকর্তারা জানান।

    এদিকে মহারাষ্ট্র রাজ্যে বন্যায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। পানির প্রবল তোড়ে একটি ঘর ভেসে গিয়ে এবং বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

৩) পাকিস্তান ২২ জুন কিছু নতুন পরমাণু চুল্লি তৈরি করছে বলে আমেরিকান পর্যবেক্ষক সংস্থার দেয়া রিপোর্টের বিরোধিতা করেছে। রিপোর্টে বলা হয়েছিল, পরমাণু অস্ত্র তৈরির জন্য ওই চুল্লি থেকে প্লুটোনিয়াম উত্পাদন করা সক্ষম।

    পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, খুশাব কেন্দ্রে পরমাণু কার্যক্রম নতুন কিছু নয়।তাসনিম আসলাম আরো বলেন, খুশাবে আমাদের সুপরিচিত পরমাণু স্থাপনা রয়েছে এবং এটি গোপন কোনো বিষয় নয় যে কেউ অবাক হবে। অতএব এ বিষয়ে কোনো মন্তব্যের প্রয়োজন আছে বলে মনে করছেন না তিনি।