২৪ জুন ভারতের নয়াদিল্লীর সংবাদ-মাধ্যম সূত্রে জানা গেছে, মুষল-ধারে বৃষ্টির ফলে ভারতের চারটি রাজ্যের নিহতদের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে ।
জানা গেছে, একদিনেই ভারতের দক্ষিণ-মধ্যাঞ্চলের দু'টি রাজ্যের অবস্থা আরো গুরুতর হয়েছে। তবে এর আগে, ভারতের অন্য দু'টি রাজ্যের অবস্থা আগের চেয়ে একটু উন্নতির দিকে।
একই সঙ্গে, মুম্বাইতেও মুষল-ধারে বৃষ্টির ফলে ৫ জন নিহত হয়েছে। স্থানীয় আবহাওয়া ব্যুরো সূত্রে জানা গেছে, মুষল-ধারে বৃষ্টি অব্যাহত থাকায় ভবিষ্যতে এ শহরে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করবে।
এ চারটি রাজ্যের মধ্যে সবচে' গুরুত্বপূর্ণ একটি রাজ্যে নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জন।
|