হংকংয়ে মোতায়েন চীনা গণ মুক্তি ফৌজের দশম বার্ষিকী উদযাপনী সম্মেলন ২৪ জুন হংকংয়ের সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
চীনা গণ মুক্তি ফৌজের ডেপুটি চীফ অব দি জেনারেল স্টাফ গে চেন ফাং সম্মেলনে বলেছেন, চীনা গণ মুক্তি ফৌজের হংকংয়ে মোতায়েনের দশ বছর গভীরভাবে "এক দেশে দুই সমাজ ব্যবস্থার" নীতি মেনে চলে, আইন অনুসারে বাহিনী নিয়ন্ত্রণ করে ও প্রতিরক্ষার দায়িত্ব পালন করে, সক্রিয়ভাবে বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের প্রশাসন সমর্থন করে, আগ্রহ নিয়ে সামাজিক কল্যাণমূলক তত্পরতায় অংশ গ্রহণ করে, হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা এবং নিরাপদ উন্নয়নের জন্য নিজেদের অবদান রেখেছে।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক জেন ইন ছুয়েন বলেছেন, চীনা গণ মুক্তি ফৌজের হংকংয়ে মোতায়েনের দশ বছরে বাস্তব আচরণের মাধ্যমে ব্যাপক হংকংবাসীদের মনে মহত্ ভাবমূর্তি স্থাপন করেছে। তিনি আরো বলেছেন, হংকংয়ে মোতায়েন বাহিনীর নিয়মিত সেনানিবাস উন্মুক্ত দিবসসহ নানা কর্মসূচীর মাধ্যমে হংকংবাসীদের আপন করে নিয়েছে এবং হংকংবাসীদের নাগরিক সচেতনতা জোরদার করেছে। এর ফলে হংকংয়ের জনসাধারণ আরো বাস্তবভাবে উপলব্ধি করেছেন যে, হংকং হচ্ছে স্বদেশের একটি অংশ।
|