হংকংয়ে মোতায়েন চীন গণ মুক্তি বাহিনীর সৈন্যদলের প্রশংসা করে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্প্রতি একটি আদেশনামা জারী করেছেন ।
আদেশনামাটিতে বলা হয়েছে , গত দশ বছর ধরে হংকংয়ে মোতায়েন চীন গণ মুক্তি বাহিনীর সৈন্যদল বিশেষ অঞ্চল সরকারের প্রতি মর্যাদা প্রদর্শন করেছে , হংকংবাসীদের স্নেহ করেছে , সক্রিয়ভাবে গণ পরিসেবা কাজকর্মে যোগদান করেছে , জনসাধারণের ন্যায়সঙ্গত স্বার্থকে সুরক্ষা করেছে , হংকংয়ের সঙ্গে সৈন্যদলের পারস্পরিক উপলব্ধি ও আস্থা বাড়িয়েছে এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছে ।
আদেশনামাটিতে জোর দিয়ে বলা হয়েছে , হংকংয়ে মোতায়েন চীণ গণ মুক্তি বাহিনীর সৈন্যদল দেশের সার্বভৌমত্ব ও একীকরণ , ভূভাগীয় অখন্ডতা এবং হংকংয়ের নিরাপত্তা সুরক্ষা করার দায়িত্ব বহন করছে । সৈন্যদলটিকে এক দেশ দুই সমাজ ব্যবস্থা বিষয়ক নীতি অনুসরণ করে হংকং প্রশাসনের জন্য বিশেষ অঞ্চল সরকারকে সমর্থন করতে হবে ।
|