চীনের বেসামরিক প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী লি স্যু চু ২৩ জুন উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের রাজধানী ছাংছুন শহরে বলেছেন , চীনে ন্যূনতম উপার্জনকারীদের সামাজিক বীমার মান উন্নত করার জন্য সেসামরিক প্রশাসন মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা নেবে ।
এ বছরের এপ্রিল মাস থেকে চীনের কয়েকটি অঞ্চলে খাদ্য দ্রব্যের দাম কিছুটা বেড়ে গেছে । এটা ন্যূনতম উপার্জনকারীদের জীবনযাপনের ক্ষেত্রে চাপ সৃষ্টি করেছে । বেসামরিক প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , বর্তমানে বিভিন্ন অঞ্চলের বেসামরিক প্রশাসন বিভাগ খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ন্যূনতম উপার্জনকারীদের ওপর তার প্রভাব বিশ্লেষণ করে দেখছে এবং তা মোকাবেলা করার জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে । যাতে এ কারণে ন্যূনতম উপার্জনকারীদের জীবনযাত্রার মান নেমে না যায় । এ সব ব্যবস্থার মধ্যে ন্যূনতম উপার্জনকারীদের উপযুক্ত ভর্তুকী দেয়া ও তাদের সামাজিক বীমার মান বাড়ানোসহ নানা রকম ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে ।
|