চীনের সংখ্যালঘু জাতি অঞ্চলের স্বশাসন বিষয়ক আইন প্রকাশিত হওয়ার পর চীন আনুষঙ্গিক প্রশাসনিক আইনবিধি এবং সংশ্লিষ্ট নীতি ও ব্যবস্থা প্রণয়ন করেছে । এটা সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার সার্বিক উন্নয়নকে বাড়াতে সাহায্য করছে ।
সংখ্যালঘু জাতির আঞ্চলিক স্বশাসন বিষয়ক আইন অনুযায়ী , চীনের কেন্দ্রীয় সরকার বিভিন্ন পর্যায়ের সরকারকে সংখ্যালঘু জাতি অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার নির্দেশ দিয়েছে । এই নির্দেশ অনুযায়ী , চীন সরকার বিভিন্ন সংখ্যালঘু জাতি অঞ্চলে আর্থিক ব্যাপারে সহায়তার ব্যবস্থা ক্রমাগতভাবে জোরদার করবে এবং সংখ্যালঘু জাতি অঞ্চলের বিভিন্ন আর্থ-সামাজিক কাজকর্মে সহায়তা করার ক্ষেত্রে বিশেষভাবে অর্থ বরাদ্দ করবে । এর পাশাপাশি চীনের রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগ আর্থিকআয় ও ব্যয় , কর আদায় এবং দারিদ্র্য বিমোচনের ব্যাপারেও সহায়ক নীতি এবং নিয়মবিধিও প্রণয়ন করেছে ।
|