সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরের সঙ্গে ২৩ জুন খার্তুমে চীন সরকারের দারফুর সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন সাক্ষাত্ করেছেন । দু'পক্ষ চীন-সুদান সম্পর্ক ও দারফুর সমস্যাসহ বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন ।
বাশির বলেছেন , চলতি বছরের প্রথম দিকে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সুদান সফর সুদান-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ইতিহাসে একটি নতুন মাইলফলক । চীন দারফুর সমস্যার তাড়াতাড়ি সমাধানের জন্য বিরাট প্রচেষ্টা চালিয়েছে এবং অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করেছে ।
বাশির আরো বলেছেন , সুদান সরকার সম্প্রতি দারফুরে যৌথ শান্তি রক্ষি দল মোতায়েনের প্রস্তাব গ্রহণ করেছে । এর মধ্য দিয়ে সুদান সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করে দারফুর সমস্যার সমাধান ত্বরান্বিত করার আন্তরিকতার কথা প্রমাণ করেছে । সুদান সরকার ও সংশ্লিষ্ট পক্ষের যৌথ প্রচেষ্টায় দারফুর আঞ্চলের মানবিক ও নিরাপত্তা অবস্থা অনেক উন্নত হয়েছে । তিনি আরো বলেছেন , দারফুরে যে বিরোধী দলগুলো শান্তি চুক্তি স্বাক্ষর করে নি , সুদান সরকার তাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করতে ইচ্ছুক ।
লিউ কু্ই চিন বলেছেন , সুদান সরকার , আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ এই তিনপক্ষের আলোচনা হল সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা । বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ব্যবস্থার মাধ্যমে অব্যাহতভাবে দারফুরের রাজনৈতিক প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালানো এবং দারফুর আঞ্চলের মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য সুদান সরকার ও জনগণকে সাহায্য দেয়া । যাতে যত তাড়াতাড়ি সম্ভব দারফুর সমস্যার সমাধান করা হবে ।
|