|
|
(GMT+08:00)
2007-06-23 19:13:47
|
২০০৬ সালে চীনে পড়তে আসা বিদেশী ছাত্রের সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়েছে
cri
চীনের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , ২০০৬ সালে ১৮৪টি দেশ ও অঞ্চল থেকে চীনে পড়তে আসা ছাত্রের সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়েছে । ২০০৫ সালের তুলনায় তা ১৫ শতাংশ বেশি । জানা গেছে , চীনে আন্তর্জাতিক ছাত্রদেরগ্রহণযোগ্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৬০টিতে দাঁড়িয়েছে । চীন এখন ২৬টি দেশ ও অঞ্চলের সঙ্গে পরস্পরের একাডেমিক সনদপত্রও একাডেমীক ডিগ্রিকে স্বীকৃতি দেয়া সংক্রান্তচুক্তি স্বাক্ষর করেছে । জানা গেছে , চীন সরকার চীনে পড়তে আসা বিদেশী ছাত্রদের জন্য বৃত্তি প্রদানেরব্যবস্থা নিয়েছে । চীনে আসা উন্নয়নশীল দেশগুলোর ছাত্রদের সংখ্যা বাড়িয়ে দেয়ার জন্য চীন সরকার ২০০৬ সালে প্রতি বছর বৃত্তিপ্রাপ্ত ছাত্রেরসংখ্যা দশ হাজার বাড়িয়েছে এবং বৃত্তিরপরিমানও বাড়িয়েছে ।
|
|
|