হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের " মৌলিক আইন" এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেন ইংছুয়ের মনোনয়ন অনুযায়ী চীনের রাষ্ট্রীয় পরিষদ ২৩ জুন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের তৃতীয় সরকারের প্রধান কর্মকর্তাদের নিয়োগ করেছে । এই সব কর্মকর্তারা ১লা জুলাই থেকে তাদের দায়িত্ব পালন করবেন ।
হংকং বিশেষ প্রশানসিক অঞ্চল সরকারের বর্তমান প্রধানকর্মকর্তাদের মধ্যে ৮জন নতুন সরকারে থাকবেন । ছ'জন পদত্যাগ করবেন । এদের মধ্য থেকে বর্তমান অর্থমন্ত্রী থাং ইংনিয়েন রাজনৈতিক বিষয়কমন্ত্রী নিযুক্ত হয়েছেন ।
হংকং বিশেষ প্রশানসিক অঞ্চলের প্রশাসক চেন ইংছুয়েন বলেছেন , বিশেষ প্রশাসনিক অঞ্চলের নতুন সরকার " মানুষকে ভিত্তি হিসেবে" গ্রহণ করবে । প্রধান কর্মকর্তারা জনসাধারণের কাছে গিয়ে ব্যাপকভাবে জনমত সংগ্রহের চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন । যাতে তাদের কর্মসূচিনাগরিকদের চাহিদার সঙ্গে আরও বেশি সঙ্গতিপূর্ণ হয়।
|