২২ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সশস্ত্র সংঘর্ষকালীন নিরিহ মানুষকে রক্ষা সমস্যা সম্পর্কে প্রকাশিত এক বিবৃতিতে সংঘর্ষের সময় নিরিহ মানুষের হতাহতের বিষয়টির ওপর নিবিড়ভাবে দৃষ্টি রাখছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নিরিহ মানুষের জীবনের নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছে ।
এ দিন সকালে নিরাপত্তা পরিষদ সশস্ত্র সংঘর্ষে হাতাহত নিরিহ মানুষের নিরাপত্তা রক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে এক উন্মুক্ত অধিবেশনের আয়োজন করেছে । অধিবেশনে নিরিহ মানুষের ওপর চালানো হামলার ওপর দৃষ্টি রাখা হচ্ছে এবং বলা হয়েছে যে , এমন আচরণ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্খন , তার ওপর কঠোর শাস্তি আরোপ করতে হয় ।
অধিবেশন শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে , সশস্ত্র সংঘর্ষে হতাতের মধ্যে অধিকাংশই নিরিহ মানুষ । নিরাপত্তা পরিষদ এর ওপর নিবিড় দৃষ্টি রাখছে । বিবৃতিতে বিভিন্ন পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং ত্রাণ দলগুলোকে সুবিধা দেয়ার আহ্বান জানানো হয়েছে । যাতে নিরিহ মানুষকে সাহায্য দেয়া যায় ।
|