২৩ জুন ই.ইউ.'র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ২৭টি দেশের নেতৃবৃন্দ ব্রাসেলসে ই.ইউ.'র সংবিধান প্রণয়ন সম্পর্কিত রোডম্যাপ পরিকল্পনা পুনরায় শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছেন । এর ফলে দু'বছরব্যাপী ই.ইউ.'র সংবিধান প্রণয়ন সংকটের অবসান ঘটবে ।
রোডম্যাপ পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে : ভবিষ্যতে নতুন সংবিধান চুক্তির নাম 'ই.ইউ.'র সাংবিধানিক চুক্তি' পরিবর্তন করে 'সংস্কার চুক্তি' হিসেবে পরিণত করা এবং কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক ই.ইউ.'র উচ্চপদস্থ প্রতিনিধির দায়িত্ব নির্ধারণ করা ।
এ ছাড়াও , বিভিন্ন দেশগুলো ২০১৪ সালের আগে নতুন 'দুই মানদন্ড সংখ্যাগরিষ্ঠ ভোটদান ব্যবস্থা না নেয়ার কথা রাজী হয়েছে ।
রোডম্যাপ পরিকল্পনা অনুযায়ী ,ই.ইউ.'র বিভিন্ন সদস্য দেশ আগামী কয়েক মাসের মধ্যে 'সংস্কার চুক্তি'প্রণয়ন নিয়ে আলোচনা করবে । চলতি বছরের শেষ নাদাগ, নতুন চুক্তি সম্পর্কে বিভিন্ন দেশের অনুমোদন গ্রহণ করা উচিত এবং ২০০৯ সালের জুন মাসে ইউরোপীয় সংসদের নির্বাচনের আগে তা কার্যকর করা হবে ।
|