২২ জুন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় ঘোষণা করেছে যে ,সুদানের দারফুর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২৫ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে । অংশগ্রহণকারীরা দারফুর সমস্যার রাজনৈতিক সমাধানের পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, চীন, রাশিয়া, জাপান ও মিশরসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ, ই.ইউ., আরব লীগ, বিশ্ব ব্যাংক এবং আফ্রিকা উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেবেন । এ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিদের সম্মেলনে অংশ নেয়ার বিষয়টি ঠিক হয় নি ।সুদান, মধ্য আফ্রিকা এবং সাদসহ দারফুর সমস্যার সঙ্গে সম্পর্কিত আফ্রিকার দেশগুলোর সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পায় নি ।
এবারের সম্মেলনের উদ্দেশ্য হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধকে জোরদার করা , আন্তর্জাতিক সম্প্রদায়ের জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের দারফুরের কার্যক্রমকে সমর্থন এবং ত্বরান্বিত করা ।
|