রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল কামিনিন ২২ জুন মস্কোতে গণ মাধ্যমকে বলেছেন , কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে রাশিয়া আশাবাদী ।
কামিননিন বলেন , সম্প্রতি কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের প্রক্রিয়ায় গঠনমূলক পরিবর্তন ঘটেছে । এ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার ফ্রীজ হওয়ার পুঁজি হস্তান্তর সমস্যার সমাধান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধিদের প্রতি উত্তর কোরিয়ার আমন্ত্রণ । রাশিয়া এসব পরিবর্তনের ইতিবাচক মূল্যায়ণ করে । রাশিয়া আশা করে যে , কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ৬ জাতির নতুন এক দফা বৈঠক ফলপ্রসূ হবে ।
|