v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-22 19:36:05    
নিং সিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার গ্রামাঞ্চলের চিকিত্সকদেরকে ভর্তুকি দেবে

cri
    নি সিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল জেলা ও গ্রামের ক্লিনিকগুলোর চিকিত্সকদেরকে ভর্তুকি দেবে এবং নিং সিয়ার গ্রামাঞ্চলের চিকিত্সকদের ভর্তুকি তিন'শরও বেশী পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

    *সম্প্রতি প্রকাশিত "২০০৬ সালের গণ প্রশাসনিক ব্রতের উন্নয়নের পরিসংখ্যান রিপোর্টে বলা হয়েছে, ২০০৬ সালের শেষ দিকে সারা দেশের ২৩টি প্রদেশে গ্রামাঞ্চলের সর্বনিম্ন জীবনযাবন নিশ্চয়তা ব্যবস্থা নির্মিত হয়েছে। ২১৩৩টি জেলায় গ্রামাঞ্চলের সর্বনিম্ন জীবনযাবন সুনিশ্চিত করার কাজ চালু হয়েছে। ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার লোক এই ব্যবস্থার সুফল ভোগ করতে পারেন।

    রিপোর্টে আরো বলা হয়, যেসব গ্রামাঞ্চলে এই ব্যবস্থা চালু হয়নি, সেসব গ্রামে খুবই দারিদ্র্য পরিবারের জন্যে সাহায্য করা হবে।

    *শানতোং প্রদেশের অর্থ বিভাগ থেকে জানা গেছে, এ বছর শানতোং প্রদেশ গ্রামাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতি ব্রত উন্নয়নের জন্যে ১৮৬.৪ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে। তাছাড়া, শানতোং প্রদেশ কৃষকদেরকে প্রশিক্ষণ দেয়ার মাত্রা বাড়ানোর জন্যে ৫ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে। যাতে সংস্কৃতিবান ও নৈপুণ্যসম্পন্ন নতুন কৃষকদেরকে প্রশিক্ষণে সাহায্য করা যায়।

  "উষ্ণ কার্যক্রম"লি চাওচি-এর তহবিলের মাধ্যমে কয়েক হাজার গ্রামীণ চিকিত্সকের প্রশিক্ষণ প্রকল্প নিংসিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে শুরু হয়েছে। পরিকল্পনা অনুসারে এই প্রকল্পে চিয়াংসি, হোনান, অন্তর্মঙ্গোঁলিয়া, কেনসু, ছিংহাই এবং সিছুয়ানসহ মধ্য-পশ্চিমাঞ্চলের ১০টি প্রদেশ ও অঞ্চলের অনুন্নত এলাকার জন্যে ১১ হাজার গ্রামীণ চিকিত্সককে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  "উষ্ণ কার্যক্রমের"লক্ষ্য হচ্ছে দরিদ্র্য লোককে সাহায্য করা। ১৯৯৫ সালে শুরু হওয়ার পর পেশাগত শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ চালু হয়েছে। এটি গ্রামাঞ্চলের দরিদ্র্য লোকের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    লি চাওচি হচ্ছেন হংকংয়ের বিখ্যাত শিল্পপতি। দীর্ঘকাল ধরে তিনি সক্রিয়ভাবে চীনের গণ কল্যাণমূলক ও দাতব্য কাছে সহযোগিতা করে আসছেন।