প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। চীনে এখন বসন্তকাল। আবহাওয়া দিন দিন গরম হচ্ছে। এই সুন্দর বসন্তে আপনারা ছুটির সময় যার যার স্বজন বা বন্ধুদের সঙ্গে বাগানে বেড়াতে যেতে পারেন। সুন্দর সুন্দর ফুল উপভোগ করুন এবং রঙিন ফুলের সুবাসে হারিয়েযান অন্তর্লোকে। কি আনন্দ? আচ্ছা, আর বেশী কথা বলবোনা। এখন শুরু করি আজকের অনুষ্ঠান।
বাংলাদেশের শেরপুর জেলার যোগানিয়া (পূর্বপাড়া) গ্রামের মো: সুমন মিয়া তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নুতন শ্রোতা। তাই আমি আপনাদের কাছে "আইয়ুব বাচ্চুর" কন্ঠে যে কোন একটি গান শুনতে চাই। আশা করি প্রচার করবেন। অবশ্যই করবো। এখন সবাই মিলে আইয়ুব বাচ্চুর গাওয়া "রাজকুমারী"গানটি শুনি।
বাংলাদেশের পাবনা জেলার চাচকিয়া ওলির মোড় গ্রামের সেলিম রেজা অন্তর আমাদের অনুষ্ঠানে শিল্পী আসিফের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার অনুরোধ পূরণ করছি। আসিফের গাওয়া "শাবাশ বাংলাদেশ" গানটি তাহলে শোনা যাক।
বাংলাদেশের শেরপুর জেলার যোগানিয়া (পূর্বপাড়া) গ্রামের রুজ রেডিও ডি.এক্স ক্লাবের সভাপতি মো: সাদীন হাছান বাবু আমাদের চাওয়া পাওয়াতে শিল্পী বেবী নাজনীনের কন্ঠে আমার ঘুম ভাঙ্গাইয়া গেলোর মরার কোকিলে গানটি শুনতে চেয়েছেন। কিন্তু খুব দুঃখিত। আপনার পছন্দের গানটি আমার হাতে নেই। এখন আমরা বেবী নাজনীনের কন্ঠে "মন ফুলের মত" গানটি তাহলে উপভোগ করবো।
বাংলাদেশের বগুড়া জেলার বৌহাদহ গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাংস্কৃতিক সম্পাদক মিলন আহমেদ জয় আমাদের অনুষ্ঠানে নোলকের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, বন্ধুরা, এখন "স্বপ্ন মেয়ে"নামক নোলকের কন্ঠে গানটি শুনি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে।
|