v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-22 18:51:15    
গত দশ বছর হংকংয়ের সাফল্যের দশ বছর

cri
    এ বছরের পয়লা জুলাই হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার দশম বার্ষিকী । এ উপলক্ষে সি আর আইয়ের সংবাদদাতা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান দোনাল্ডসেন ইং কুয়েনের সাক্ষাত্কার নিয়েছেন । সাক্ষাত্কারে সে ইং কুয়ান মাতৃভূমির সঙ্গে একীভুত হওয়ার পর দশ বছরে হংকংয়ের বিরাট পরিবর্তন বর্ণনা করে বলেছেন , গত দশ বছর হংকংয়ের সাফল্যের দশ বছর । তিনি বলেছেন , মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার দশম বার্ষিকী উদযাপন করা হংকংয়ের একটি বড় ব্যাপার । আমরা এই সুযোগে কেন্দ্রীয় সরকারের এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি কার্যকরীর অভিজ্ঞতার সারসংকলন করবো । যদিও গত দশ বছরে হংকং নানা ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে , তবুও হংকংয়ে এক দেশ দুই ব্যবস্থার নীতি সম্পূর্ণভাবে সফল হয়েছে । তিনি বলেন , আমাদের পক্ষে একদেশ দুই ব্যবস্থার নীতি এক নতুন নীতি । এর আগে এই ধরনের নীতি ছিল না । তবু গত দশ বছরের অভিজ্ঞতা ও গতিপথ পর্যালোচনা করে বোঝা যায় কেন্দ্রীয় সরকারের এই নীতি সফল হয়েছে । আমরা হংকংয়ের ভবিষ্যত সম্বন্ধে আশাবাদী।

    সেন ইং কুয়ান উল্লেখ করেছেন , হংকং মাতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার পর হংকংবাসীদের জীবনযাত্রা পরিবর্তিত হয় নি । হংকংবাসীদের মূল্যবোধ , স্বাধীনতা ও আইন ব্যবস্থা দুর্বল হয় নি , বরং আরো শক্তিশালী হয়েছে । গত দশ বছরে হংকংয়ে রাজনীতি , অর্থনীতি , গণতন্ত্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুকল পরিবর্তন দেখা দিয়েছে । বর্তমানে হংকং গত বিশ বছরের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। নাগরিকরা সুষম পরিবেশে বসবাস করছেন , তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে । হংকংয়ের প্রবল আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি বজায় রয়েছে । গত দশ বছরে হংকং নানা অসুবিধার সম্মুখীন হয়েছিল। ১৯৯৭ সালের এশিয় আর্থিক মন্দা ও ২০০৩ সালের সার্সের প্রভাবে হংকংয়ের অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে । হংকংয়ের অর্থনীতি ও সমাজের স্থিতিশীলতা বিরাট পরীক্ষার সম্মুখীন হয়েছিল । কেন্দ্রীয় সরকারের সমর্থনে হংকং নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরো পরিপক্ক হয়েছে ।

    সেন ইং কুয়ান বলেছেন , আর্থিক মন্দার পর হংকংয়ের ব্যাকিং ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে । সার্সের পর আমরা হংকংয়ের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা এবং আকস্মিক ঘটনা মোকাবেলার শক্তি বাড়ানোর অনেক ব্যবস্থা নিয়েছি । ফলে হংকংয়ের চিকিত্সা ব্যবস্থা উন্নত হয়েছে ।

    তিনি জোর দিয়ে বলেছেন , গত দশ বছরে হংকংয়ের প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকার ও মূলভূভাগের জনগণের বলিষ্ঠ সমর্থন । কাজেই মাতৃভূমির প্রতি হংকংবাসীদের ভালোবাসাও বেড়েছে । তিনি বলেছেন , হংকংবাসীরা এখন উপলব্ধি করতে পেরেছেন যে কেন্দ্রীয় সরকারের হংকং নীতি হংকংয়ের উন্নয়নে সাহায্য করেছে । এশিয় আর্থিক মন্দা ও সার্সের সময় কেন্দ্রীয় সরকার ও মূলভূভাগ হংকংকে নিস্বার্থ সমর্থন ও সাহায্য দিয়েছে । হংকংবাসী দেশের উন্নয়ণ ও অগ্রগতির জন্য গর্ববোধ করেন।

    এশিয়া ও ফ্যাসিফিক অঞ্চলের আর্থিক , বিমান চলাচল ও বাণিজ্য কেন্দ্র হিসেবে হংকং মূলভূভাগের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিশ্বায়নের এক গুরুত্বপূর্ণ ফ্ল্যাটফর্মে পরিণত হয়েছে । পরবর্তীকালে হংকংয়ের এই ভূমিকা আরো জোরদার হবে । সেন ইন কুয়ান বলেছেন , মূলভূভাগের একাদশ পাঁচ শালা পরিকল্পনায় হংকংকে আন্তর্জাতিক আর্থিক, বাণিজ্যিক এবং বিমান চলাচল কেন্দ্র হিসেবে অব্যাহতভাবে সমর্থন করার কথা উল্লেখ করা হয়েছে । এতে প্রমাণিত হয়েছে যে কেন্দ্রীয় সরকার হংকংয়ের গুরুত্বপূর্ণ ভুমিকাকে গুরুত্ব দেয় । হংকংয়ের ভবিষ্যত সম্বন্ধে সেন ইং কুয়ান বলেছেন , আমরা ইতিমধ্যে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরী করেছি । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ প্রশাসনিক সরকার দু শ'রও বেশি ব্যবস্থা নেবে। আমি বিশ্বাস করি , আগামী পাঁচ বছরে হংকংয়ের উন্নয়ন আরো দ্রুত হবে , হংকংবাসীর জীবন আরো সুখী হবে ।