গত ১৫ জুন পর্যন্ত চীনের শুল্প বিভাগ মাদক পাচারের ১৬৫টি কেস উদ্ধার করেছে এবং হেরোইনসহ বিভিন্ন ধরণের ২৩০ কিলোগ্রাম মাদকদ্রব্য আটক করেছে । এ রকম কেসের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি ।
জানা গেছে , চীনের শুল্ক বিভাগ অন্যান্য দেশের শুল্ক বিভাগের সংগে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা ব্যবস্থা স্থাপন ও জোরদার করার পাশাপাশি উদ্যোগের সংগে যৌথ তত্পরতা ও শীর্ষ পর্যাযের বৈঠকসহ নানা ধরণের কার্যক্রম গ্রহণ করেছে । গত এপ্রিল মাসে বিমানবন্দরে মাদক-দমন সংক্রান্ত সহযোগিতা সেমিনারে অংশ নেয়ার জন্যে চীনের শুল্প বিভাগ যুক্তরাষ্ট্র , আফগানিস্তান , পাকিস্তান ও হংকংসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক-দমনে আইন প্রয়োগের ব্যাপারে সহযোগিতার ক্ষেত্র আরো প্রশস্ত করেছে ।
|