চীন সরকার বিরাট অংকের টাকা বরাদ্দ করে ২০০৮ সালের জুনের শেষ নাগাদ চীনের কেন্দ্রীয় বেতার ও কেন্দ্রীয় টেলিভিশনের অনুষ্ঠান সারা দেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে কাভার করার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জোর চেষ্টা চালাচ্ছে , যাতে চীনের কৃষকরা বাড়িতে বসে ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের অনুষ্ঠান উপভোগ করতে পারেন ।
চীনের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার ঘোষণা করেছেন , উপরোল্লিখিত লক্ষ্য বাস্তবায়নের জন্যে আর্থিক সহায়তার লক্ষ্যে ২০০৭ সালে চীনের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে ২.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে ।
২০০৬ সালে চীনে নতুন এক দফায় গ্রামে গ্রামে বেতার ও টিভি অনুষ্ঠান কাভার করার প্রকল্প নির্মাণের কাজ শুরু হয় , যাতে ২০১০ সালের মধ্যে চীনের কৃষকরা বিনা খরচে আলাদা আলাদাভাবে ৪টি কেন্দ্রীয় ও স্থানীয় বেতার ও টিভি অনুষ্ঠান উপভোগ করতে পারেন ।
|