বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাস্কাল লামি ২১ জুন এক বিবৃতিতে বলেছেন, যদিও জার্মানীতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউ, ব্রাজিল ও ভারত আয়োজিত দোহা রাউণ্ড আলোচনা ভেঙ্গে গেছে, তবুও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর এই বিষয় নিয়ে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এই চারটি গুরুত্বপূর্ণ সদস্যদেশের একমত হওয়া, সকল সদস্য দেশের একমত হওয়ার অনুকূল। কিন্তু 'অনুকূল' ও 'অপরিহার্য' তার মধ্যে পার্থক্য রয়েছে। দোহা রাউণ্ড আলোচনা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৫০টি সদস্যদেশের এক সঙ্গে চালানো আলোচনা।
তিনি আরো বলেছেন, যদিও চারটি দেশের বৈঠক ভেঙ্গে গেছে, কিন্তু জেনেভায় বহু-পক্ষীয় আলোচনা অব্যাহত থাকবে। তিনি আশা করেন, চারটি দেশ চেষ্টা চালিয়ে, জেনেভায় বহু-পক্ষীয় আলোচনা এগিয়ে দেবে।
|