২১ জুন, চীনের আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন কেন্দ্র আয়োজিত উন্নয়ন দারিদ্র্য বিমোচন নীতি ও বাস্তবতা বিষয়ক আফ্রিকান কর্মকর্তা প্রশিক্ষণ কোর্স পেইচিং-এ শুরু হয়েছে।
অ্যাংগোলা, গণতান্ত্রিক কঙ্গো, কোটেডিভা, মিসর, কেনিয়া, সুদান, উগান্ডা ও জামবিয়াসহ ১৮টি আফ্রিকান দেশ থেকে ৩২জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করে, চীনের দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা লাভ করবেন।
১৫দিনব্যাপী কোর্সে, আফ্রিকান কর্মকর্তারা চীনের মৌলিক বাস্তব অবস্থা ও অর্থনৈতিক সমাজ উন্নয়নের নীতি, চীনের দারিদ্র্য বিমোচনের ফলপ্রসূতা এবং সুনির্দিষ্ট দারিদ্র্য বিমোচন নীতি ও কার্যকরি অভিজ্ঞতা উপলব্ধি করবেন। প্রশিক্ষণে বিভিন্ন বিষয় রয়েছে। তারা কানসু গিয়ে আবাদী জমিতে গাছ লাগানো, ছোট অববাহিকার সার্বিক সংস্কারসহ বিভিন্ন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিদর্শন করবেন।
|