হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের উদ্যোগে অনুষ্ঠিত "হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের ১০ বছরের সাফল্য সম্পর্কিত প্রদর্শনী ২৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত পেইচিংয়ের রাজধানী জাদুঘরে অনুষ্ঠিত হবে।
ছবি, প্রবন্ধও মাল্টিমিডিয়াসহ নানা উপায়ে "এক দেশ দুই ব্যবস্থা"নীতি হংকংয়ে সাফল্যের সঙ্গে বাস্তবায়নের বাস্তব, প্রত্যাবর্তনের দশ বছর ধরে হংকংয়ে অর্জিত সাফল্য ও হংকংয়ের ভবিষ্যত প্রদর্শন করা হবে। প্রদর্শনী আটটি অংশ নিয়ে গঠিত। এ আটটি অংশ হচ্ছে হংকংয়ের প্রত্যাবর্তন ও এক দেশ দুই ব্যবস্থা, অর্থনীতির উন্নয়ন, হংকং ও মূল ভূভাগের পাস্পরিক উপকারিতামূলক সহযোগিতা, এশিয়ার আন্তর্জাতিক শহর, গ্রিন হংকং, সংস্কৃতি ও ক্রীড়া, হংকংয়ের ভবিষ্যত উন্নয়ন এবং হংকংয়ের ডাকটিকিট প্রদর্শনী।
|