নেপালের অস্থায়ী সরকার ২১ জুন একটি বিশেষ কমিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি নেপালের কমিউনিস্ট পার্টির সশস্ত্র ব্যক্তিদের নেপালের সরকারী বাহিনীতে অন্তর্ভুক্ত করার দায়িত্ব পালন করবে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, নেপালের শান্তি ও পুনর্গঠন মন্ত্রণালয়ের অধীনে এই বিশেষ কমিটি কাজ করবে।
গত নভেম্বরে নেপালের সরকার ও কমিউনিস্ট পার্টি সার্বিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে নেপালের ১১ বছরের গৃহযুদ্ধ শেষ হয়েছে।
|